Connect with us

ঢালিউড

৫১তম দিনে ৫১টি সিনেমাহলে ‘প্রিয়তমা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ মুক্তির অষ্টম সপ্তাহে পড়লো। ৫১তম দিনেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৫১টি সিনেমাহলে সগৌরবে চলছে সিনেমাটি। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন।

গতকাল (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে শাকিব লিখেছেন, “৫১ দিন, এখনও বিশ্বজুড়ে ৫১টির বেশি সিনেমাহলে সফলভাবে চলছে। ‘প্রিয়তমা’র জন্য আপনাদের ভালোবাসায় এবং এটি সর্বকালের সেরা ব্লকবাস্টার হওয়ায় আমি অভিভূত। আমি সত্যিই ধন্য, গর্বিত ও চিরকালের জন্য কৃতজ্ঞ।”

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

বাংলাদেশে ‘প্রিয়তমা’ দেখা যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখা (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাস, গীত, চিত্রামহল, সাভারের সেনা অডিটোরিয়াম, কাঁচপুরের চাঁদমহল, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, জয়দেবপুরের ঝুমুর ও বর্ষা, টাঙ্গাইলের রাজ্য সিনেপ্লেক্স, কিশোরগঞ্জে কুলিয়ারচরের রাজ, ভৈরবের দর্শন, চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড) ও সিলভার স্ক্রিন, যশোরের মণিহার, রাজবাড়ীতে কালুখালীর বৈশাখী, বগুড়ার মম-ইন, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার চিত্রালী ও সংগীতা, মানিকগঞ্জের নবীন, গাইবান্ধার তাজ, রংপুরের আকাশ, সৈয়দপুরের তামান্না, সাতক্ষীরায় দেবহাটার লাইট হাউজ, ফরিদপুরের বনলতা, মাদারীপুরে টেকেরহাটের সোনালী, নাটোরে গুরুদাসপুরের আনন্দ এবং মাইজদীর রওশনবাণী।

‘কোরবানি কোরবানি’ গানের দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। দেশের বাইরে এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্সে পৌঁছেছে এই সিনেমা।

‘প্রিয়তমা’র দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

গত ২৯ জুন ঈদুল আজহায় দি অভি কথাচিত্রের পরিবেশনায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। ‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।

‘ঈশ্বর’ গানের দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’ সিনেমার চারটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে ও আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ। এছাড়া জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সুর-সংগীতে ‘গভীরে’ গেয়েছেন রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

সিনেমাওয়ালা প্রচ্ছদ