Connect with us

ঢালিউড

৫ বছর পর আবার সাইমন সাদিকের নায়িকা পরীমণি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ডোডোর গল্প’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে সাইমন সাদিক ও পরীমণি (ছবি: জাকির হাসান)

দুই বছর বিরতির পর আবার অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তিন দিন আগে একই সময় একজন চিত্রনায়কও এতে সই করেন। তবে তার নাম জানানো হলো গতকাল (২১ সেপ্টেম্বর)। তিনি সাইমন সাদিক। এর মাধ্যমে পাঁচ বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।

‘ডোডোর গল্প’তে সংগ্রামী মা কাজল চৌধুরী চরিত্রে দেখা যাবে পরীমণিকে। কাহিনিতে তার প্রায় ২০ বছরের পথচলা দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক দর্শকদের সামনে আসবেন আলোকচিত্রী রায়হান চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্পে অন্যরকম বার্তা আছে। ভিন্ন ধারার একটি কাজ হতে যাচ্ছে এটি। আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করবো।’

সাইমন সাদিক ও পরীমণি (ছবি: ফেসবুক)

২০২১-২০২২ অর্থবছরের সরকারি অনুদানে (৬০ লাখ টাকা) ‘ডোডোর গল্প’ পরিচালনা করবেন রেজা ঘটক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তারই। তিনি বলেন, ‘গল্পে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। এতে ৮৭ জন শিল্পী কাজ করবেন। আগামী ৫ অক্টোবর থেকে ২৫টির বেশি লোকেশনে এর শুটিং হবে।’

পরীমণি (ছবি: এম এইচ বিপু)

‘ডোডোর গল্প’ প্রযোজনা করছেন অডিও-ভিডিও প্রতিষ্ঠান জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া (খালেদ)। তিনি বলেন, ‘একজন স্বনির্ভর মায়ের ২০ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে এই সিনেমায়। এতে কাজল চৌধুরী প্রায় ২০ বছর নিরন্তর অনুসন্ধানের পর হারানো ছেলেকে খুঁজে পাবে।

সাইমন সাদিক (ছবি: ফেসবুক)

নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান জানিয়েছেন, একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

পরীমণি ও সাইমন সাদিক (ছবি: ফেসবুক)

সাইমন সাদিক ও পরীমণি এর আগে চারটি সিনেমায় জুটি বাঁধেন। এরমধ্যে নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ (২০১৪), দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ (২০১৬), শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ (২০১৭) এবং শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’ (২০১৮) আজো মুক্তি পায়নি। তাদের অভিনীত ‘পুড়ে যায় মন’ ২০১৬ সালে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা।

পরীমণি (ছবি: এম এইচ বিপু)

এদিকে নতুন সিনেমায় কাজ করার আগে রায়হান রাফীর পরিচালনায় নারীকেন্দ্রিক গল্পের ওয়েব ফিল্ম ‘মায়া’য় অভিনয় করবেন পরীমণি। আগামীকাল (২৩ সেপ্টেম্বর) থেকে টানা ১০-১৫ দিন ঢাকায় এর শুটিং হবে। এটি মুক্তি পাবে বিঞ্জে।

পরীমণি (ছবি: এম এইচ বিপু)

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে পরীমণির ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। এতে সিনেমার নায়িকার ভূমিকায় দেখা গেছে তাকে। সহীদ উন নবীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল নূর, আজাদ আবুল কালাম।

পরীমণির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরণ্য আনোয়ারের ‘মা’। এতে একজন মায়ের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। এটি ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ