টেলিভিশন
৭৫তম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা, অভিজাত ক্লাবে এলটন জন
৭৫তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সামনের সারির বেশিরভাগ পুরস্কার জিতলো ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’। ট্রফি সংখ্যায় ‘দ্য বিয়ার’ ১০টি নিয়ে শীর্ষে। সোমবার রাতে (বাংলাদেশ সময় ১৬ জানুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে ২৬টি শাখার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
আমেরিকান টেলিভিশন শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২২ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অনুষ্ঠানের মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই জমকালো আয়োজন সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান অ্যান্থনি অ্যান্ডারসন।
আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ) শাখায় সেরা হয়েছে ডিজনি প্লাসের ‘এলটন জন লাইভ: ফেয়ারওয়েল ফ্রম ডজার স্টেডিয়াম’। এটাই এলজন জনের জীবনের প্রথম এমি অ্যাওয়ার্ডস। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি (ইজিওটি) অ্যাওয়ার্ড জয়ী শিল্পীদের অভিজাত ক্লাবে যুক্ত হলো তার নাম। তবে সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার করানোর কারণে সশরীরে পুরস্কার নিতে পারেননি তিনি।
গত বছরের জুলাইয়ের ৭৫তম এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এরপর সেপ্টেম্বরে পুরস্কার বিতরণের কথা থাকলেও হলিউডের অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে পিছিয়ে যায়। নির্ধারিত সময়ের চার মাস পর অনুষ্ঠানটি হলো।
৭৫তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে বিজয়ী তালিকা
অনুষ্ঠান শাখা
আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ
সাকসেশন (এইচবিও)
আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ
দ্য বিয়ার (এফএক্স)
আউটস্ট্যান্ডিং লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ
বিফ (নেটফ্লিক্স)
আউটস্ট্যান্ডিং টক সিরিজ
দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)
আউটস্ট্যান্ডিং রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম
রুপল’স ড্র্যাগ রেস (এমটিভি)
আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ)
এলটন জন লাইভ: ফেয়ারওয়েল ফ্রম ডজার স্টেডিয়াম (ডিজনি প্লাস)
অভিনয় শাখা
আউটস্ট্যান্ডিং অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (কমেডি সিরিজ)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (কমেডি সিরিজ)
কিন্টা ব্রানসন (অ্যাবট এলেমেন্টারি)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
স্টিফেন ইয়ান (বিফ)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
অ্যালি ওয়াং (বিফ)
পার্শ্ব অভিনয়শিল্পী শাখা
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেতা (ড্রামা সিরিজ)
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেতা (কমেডি সিরিজ)
এবন মস-বাচরেক (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেত্রী (কমেডি সিরিজ)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেতা (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
পল ওয়াল্টার হাউজার (ব্ল্যাক বার্ড)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব-অভিনেত্রী (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
নিসি নাশ-বেটস (ডামার – মনস্টার: দ্য জেফ্রি ডামার স্টোরি)
পরিচালনা শাখা
আউটস্ট্যান্ডিং পরিচালক (ড্রামা সিরিজ)
মার্ক মাইলোড (সাকসেশন, পর্ব: কনোর’স ওয়েডিং)
আউটস্ট্যান্ডিং পরিচালক (কমেডি সিরিজ)
ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার, পর্ব: রিভিউ)
আউটস্ট্যান্ডিং পরিচালক (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
লি সং চিন (বিফ, পর্ব: ফিগারস অব লাইট)
চিত্রনাট্য শাখা
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ)
জেসি আর্মস্ট্রং (সাকসেশন, পর্ব: কনোর’স ওয়েডিং)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (কমেডি সিরিজ)
ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার, পর্ব: সিস্টেম)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)
লি সং চিন (বিফ, পর্ব: দ্য বার্ডস ডোন্ট সিং, দে স্ক্রিচ ইন পেইন)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (ভ্যারাইটি সিরিজ)
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
গভর্নরস অ্যাওয়ার্ড
জিএলএএডি (আমেরিকান বেসরকারি মিডিয়া মনিটরিং সংস্থা)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস