Connect with us

ছবি ও কথা

অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়লেন তারকা দম্পতিরা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ভারতসহ বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের হেভিওয়েট তারকারা।

গত বছরের ২৯ ডিসেম্বর বাগদান দিয়ে শুরু হয় উদযাপন। ১৯ জানুয়ারি ছিল বাগদান পার্টি। সেই থেকে প্রতি ছয় সপ্তাহ পরপর অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে একটি করে জমকালো অনুষ্ঠান হয়েছে। এরমধ্যে রিহানা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা ব্যাপক আলোচিত হয়েছে। মার্চে বিয়েপূর্ব পার্টি, মে মাসে ইউরোপিয়ান ক্রুজ পার্টি, ২ থেকে ৫ জুলাই গণবিয়ে ও সংগীতানুষ্ঠান, ৮ জুলাই গায়ে হলুদ, ১২ জুলাই মূল বিয়ের অনুষ্ঠান, ১৩ জুলাই আশীর্বাদ ও ১৪ জুলাই বিবাহোত্তর সংবর্ধনা। সব মিলিয়ে সাত মাসব্যাপী এলাহী কাণ্ড দেখা গেছে!

আমেরিকা থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: এক্স)

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গী হয়ে এসেছেন তার স্বামী ও আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাস (ছবি: এক্স)

তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: এক্স)

গোলাপি রঙের বেনারসি পরেন নির্মাতা মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট (ছবি: এক্স)

তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শাড়ি ও শেরওয়ানি পরেন তারা (ছবি: এক্স)

লাল রঙের লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী কৃতি স্যানন (ছবি: এক্স)

কপালে টিপ, হালকা গয়না ও লাল শাড়িতে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লেহেঙ্গায় জমকালো (ছবি: এক্স)

হলুদ রঙের লেহেঙ্গার ওপর আলাদা করে বেগুনি রঙের আঁচল ড্রেপ করে পরেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

হলুদ রঙের শাড়িতে বলিউড অভিনেত্রী দিশা পাটানি (ছবি: এক্স)

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান (ছবি: এক্স)

তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: এক্স)

বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি (ছবি: এক্স)

বলিউড অভিনেতা জন আব্রাহাম ও প্রিয়া আঁচল দম্পতি (ছবি: এক্স)

অস্কারজয়ী সুরস্রষ্টা এ আর রাহমান ও সায়রা বানু দম্পতি (ছবি: এক্স)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ