মঞ্চ-শিল্প
অপি করিমের আনন্দ-ভয়ের মিশ্র অনুভূতি

অপি করিম (ছবি: ফেসবুক)
অনেকদিন পর মঞ্চে উঠছেন অভিনেত্রী অপি করিম। আগন্তুক রেপার্টরির ভিন্ন আঙ্গিকের প্রযোজনা ‘এক গুচ্ছ গল্প’তে দেখা যাবে তাকে। এতে রয়েছে ছয়টি অণুনাটক। এরমধ্যে দুটিতে অভিনয় করবেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ‘এক গুচ্ছ গল্প’র পোস্টার শেয়ার দিয়ে অপি করিম লিখেছেন, ‘বহুদিন পর মঞ্চে উঠবো। আনন্দ-ভয় মিশ্র অনুভূতি।’

‘সময়’ নাটকে আজাদ আবুল কালাম ও অপি করিম (ছবি: আগন্তুক রেপার্টরি)
পান্থ শাহরিয়ারের নির্দেশনায় ‘সময়’ নাটকে থাকছেন অপি করিম। এতে তার সহশিল্পী আজাদ আবুল কালাম। তার নির্দেশনায় ‘নির্ভর’ নাটকেও অভিনয় করবেন অপি করিম। এতে তার সহশিল্পী শতাব্দী ওয়াদুদ।

‘নির্ভর’ নাটকে শতাব্দী ওয়াদুদ ও অপি করিম (ছবি: আগন্তুক রেপার্টরি)
‘এক গুচ্ছ গল্প’র অন্য অণুনাটকগুলো হলো পান্থ শাহরিয়ার নির্দেশিত ‘ধূসর’ (ফেরদৌসী মজুমদার, জাহাঙ্গীর আলম ও গুলশান আরা মুন্নী), ত্রপা মজুমদার নির্দেশিত ‘পরিচয়’ (আহাম্মেদ গিয়াস, তাহনীনা ইসলাম ও গুলশান আরা মুন্নী) এবং ‘লুকোচুরি’ (আজাদ আবুল কালাম, তামান্না ইসলাম ও পলাশ হেন্ড্রি সেন), আজাদ আবুল কালাম নির্দেশিত ‘স্বজাতি’ (পান্থ শাহরিয়ার ও জাহাঙ্গীর আলম)।
আগন্তুক রেপার্টরির তৃতীয় প্রযোজনা ‘এক গুচ্ছ গল্প’র সবক’টি নাটক লিখেছেন তাহনীনা ইসলাম। তিনি দীর্ঘদিন মঞ্চের সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করলেন।

‘এক গুচ্ছ গল্প’র পোস্টার (ছবি: আগন্তুক রেপার্টরি)
ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ (২৭ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে ‘এক গুচ্ছ গল্প’র উদ্বোধনী মঞ্চায়ন হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে এর দ্বিতীয় প্রদর্শনী। আগামীকাল (২৮ অক্টোবর) একই সময়ে একই মঞ্চে নাটকটির আরো দুটি প্রদর্শনী রয়েছে।
আগন্তুক রেপার্টরি হলো দেশের সামনের সারির নাট্যদলগুলোর নাট্যকর্মীদের সম্মিলিত প্রয়াস। ইতোমধ্যে তাদের প্রথম প্রযোজনা ‘অন্ধকারে মিথেন’ ও দ্বিতীয় প্রযোজনা ‘ধলেশ্বরী অপেরা’ দর্শকনন্দিত হয়েছে।

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অপি করিম (ছবি: হইচই)
সম্প্রতি হইচইয়ে মুক্তিপ্রাপ্ত শাফায়েত মনসুর রানার ‘অদৃশ্য’ ওয়েব সিরিজের মাধ্যমে চার বছর পর ওটিটির জন্য কাজ করেছেন অপি করিম। এর মাধ্যমে মাহফুজ আহমেদের সঙ্গে অনেকদিন পর আবার অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ওটিটিতে এটাই তাদের জুটি হয়ে প্রথম কাজ।
২০১৯ সালে ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের ‘ঢাকা মেট্রো’ ছিলো অপি করিমের প্রথম ওয়েব সিরিজ। আবার একই ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস