ঢালিউড
অপু ও বুবলী প্রসঙ্গে শাকিব, ‘অতীত হিসেবে তারা থাকুক’
ঢালিউড সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক ভাঙার ঘটনা তাকে আঘাত দিয়েছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘কোনও ভাঙনই সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিলো। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে অপু-বুবলী অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’
অপু বিশ্বাসের সঙ্গে সংসারে আব্রাম খান জয় ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য জীবনে শেহজাদ খান বীরের বাবা হয়েছেন শাকিব। দুই ছেলে প্রসঙ্গে শাকিবের কথা, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’
তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার ও সমাজ নিয়ে বেঁচে থাকে। কোনও তাড়াহুড়ো নেই যে, নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিভাবে হবে ও সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, তারা আমাকে সংসারী দেখতে চান।’
তবে শাকিব যোগ করেছেন, ‘আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ আছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন। তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’
শাকিবের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নায়িকা প্রসঙ্গে শাকিব উল্লেখ করেছেন, “সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। নিজেকে ভেঙেচুরে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। শুটিংয়ের সময় ওর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ও কাজ করে খুব খুশি। আমার বিশ্বাস, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের যেখানে ‘দরদ’ দেখানো হবে, ওর কাজ ভালো লাগবে দর্শকদের।”
শাকিব জানিয়েছেন, চলতি অক্টোবর মাসেই মুম্বাইয়ে তার পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শুরু হচ্ছে। এটি মুক্তি পাবে আগামী বছর। তার প্রত্যাশা, “অতীতের সব রেকর্ড ভাঙবে ‘বরবাদ’। ইতোমধ্যে পজিটিভ ভাইবস্ পাচ্ছি।”
‘তুফান’-এর সিক্যুয়েল প্রসঙ্গে শাকিব নিশ্চিত করেছেন, ২০২৫ সালে ‘তুফান ২’ আসার কোনো সম্ভাবনা নেই। তার আগে আলফা-আই, চরকি ও এসভিএফের সঙ্গে মিলে অন্য একটি কাজ করতে পারেন তিনি। প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসে চিত্রনাট্য খুব ভালো লেগেছে তার। তিনি বলেন, ‘আমি বরাবরই বুদ্ধিদীপ্ত ও নতুন গল্প খুঁজি, যেখানে নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারবো। এতে করে নিজের মধ্যে নতুন চ্যালেঞ্জ আনা যায়।’
প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারত পরস্পরের মিলেমিশে থাকা উচিত বলে মনে করেন শাকিব। তার কথায়, ‘বাংলাদেশের ইলিশ মাছ যাচ্ছে ভারতে, আমাদের ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনা হচ্ছে। কিছু মানুষ এখান থেকে এক কথা বললে, ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশ নিয়ে কুমন্তব্য করছেন। মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে। আর সম্পর্ক থাকলে ভাঙা-গড়া থাকেই। কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এসব নিয়ে আমি একদমই ভাবিত নই। দুই দেশের নীতিনির্ধারকরা সমস্যা থাকলে সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি, এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত।’
‘তুফান’ বাংলাদেশসহ অন্যান্য দেশে ব্যবসায়িক সাফল্য পেলেও কলকাতায় তেমন চলেনি। এ প্রসঙ্গে শাকিবের ভাবনা, ‘কলকাতায় বাণিজ্যিক সিনেমার বাজার খুবই মন্দা। যতটুকু গিয়ে দেখলাম, খোঁজখবর নিলাম, ওখানকার বড় বড় তারকারাই কত চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু অনেক বছর ধরে কলকাতার মূলধারার বাণিজ্যিক সিনেমার বাজার ভালো নয়।’
শাকিব আনন্দের সঙ্গে বলেন, “আমি লক্ষ করছি, সারা বিশ্বে বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়ে গেছে। গত বছর ‘প্রিয়তমা’র হাত ধরে বিভিন্ন দেশে ঢাকাই সিনেমার সাফল্য শুরু হয়েছে। পৃথিবীর বড় শহরগুলোতে পরপর মুক্তি পেয়ে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সফল হয়েছে। স্টকহোম, ডাবলিন, প্যারিস, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা ছাড়াও বহু শহরের প্রেক্ষাগৃহে হলিউডের সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা মুক্তি পাচ্ছে ও সফল হচ্ছে। যেটা আগে ভাবনার বাইরে ছিলো। কিন্তু আমি এই স্বপ্নটাই দীর্ঘদিন ধরে দেখে আসছি, যা এখন সত্যি হয়েছে।”
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পালাবদলে খেই হারিয়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গন। এর প্রভাবে সিনেমা পাড়া স্থবির হয়ে পড়েছে। এসব প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি অরাজনৈতিক মানুষ। সবসময় দেশ ও মানুষের পক্ষে এবং তাদের জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। আশা করছি, সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন। আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস