Connect with us

সিনেমা হল

অবশেষে নিউইয়র্কে শাকিবের ‘প্রিয়তমা’ দর্শন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে দেশ-বিদেশে হইচই চলছেই। দর্শকেরা বড়পর্দায় এটি দেখতে মুক্তির পঞ্চম সপ্তাহেও সিনেমাহলে ভিড় করছেন। অথচ তার নিজেরই দেখা হয়নি এতদিন! অবশেষে আমেরিকায় বসে এই সিনেমা উপভোগ করলেন তিনি।

গত ২৯ জুন ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় ‘প্রিয়তমা’। কিন্তু ঈদ ও অন্যান্য ব্যস্ততার কারণে এটি দেখা হয়নি তার। এরমধ্যে ঈদের দুই দিন যেতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উড়াল দেন তিনি। সেখানেই জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ১ আগস্ট নিজের সিনেমাটি উপভোগ করেন এই চিত্রনায়ক।

জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দর্শকদের মাঝে হিমেল আশরাফ ও শাকিব খান (ছবি: ফেসবুক)

তার সঙ্গে ছিলেন ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। তাদের সঙ্গে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘প্রিয়তমা’ দেখেছেন অভিনয়শিল্পী টনি ডায়েস, প্রিয়া ডায়েস, বন্যা মির্জা, তমালিকা কর্মকার, কাজী মারুফ, মোনালিসা, হিল্লোল, নওশীন, সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ শোবিজ অঙ্গনের অনেকে। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এসেছিলেন অনেকে।

আজ (২ আগস্ট) জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘প্রিয়তমা’ দর্শনের একটি ভিডিও ইউটিউবে নিজের চ্যানেলে ছেড়েছেন শাকিব। এতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে সিনেমাহলে ঢুকছেন তিনি। সিনেমার প্রদর্শনী শেষে দর্শকদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন এই তারকা।

এদিকে সিনেমাহলের ভেতরে ধারণকৃত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ নিয়ে নিজের অভিজ্ঞতা লিখেছেন তিনি। তার ফেসবুক স্ট্যাটাসের পুরোটা জুড়ে ছিলো শাকিবের প্রতি মুগ্ধতা ও কৃতজ্ঞতা।

হিমেলের ভাষায়, “২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণা দেওয়ার পর আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ক্ষুদ্রভাবে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে ছিলাম না, এরপরও তার প্রায় প্রতিটি সিনেমার অনুষ্ঠানে তিনি আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’র কাজ শুরু করতে না পারার পরেও তার নিজের প্রযোজনায় ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমার পরিচালক হিসেবে আমার নাম ঘোষণার পর মোটামুটি সবাই উপহাস করে হেসেছেন। তাকে সবাই বলতেন, ‘হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানিয়ে ফেলবে।’ কেউ বলতেন, ‘ওর প্রথম সিনেমা ভালো যায় নাই। কুফা ভাই, নিয়েন না।’ কেউ কেউ বলেছে, ‘শাকিব ভাই ভুল করতেছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন।’ ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইয়ের কাছে আমার নামে নেতিবাচক মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তিনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, ‘তুই একদিন বড় পরিচালক হবি হিমেল।’ আমি আজো জানি না, তিনি আসলে কেনো বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।”

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

নিউইয়র্কে ‘প্রিয়তমা’র প্রদর্শনী শেষে শাকিবের চোখে জল দেখেছেন হিমেল। সেই কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ‘ভাইয়া থ্যাঙ্ক ইউ… শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চতুর্থ সপ্তাহের মতো চলছে ‘প্রিয়তমা’। পরিবেশনা সংস্থা স্বপ্ন স্ক্যায়ারক্রো জানিয়েছে, উত্তর আমেরিকায় দুই সপ্তাহে ১ লাখ ১২ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে এর। তৃতীয় সপ্তাহে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৮ হাজার ৫০০ ডলারের টিকিট বিক্রি হওয়ায় সংখ্যাটা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৫০০ ডলার। প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার দাবি, বাংলাদেশ ও অন্যান্য দেশ মিলিয়ে এখন পর্যন্ত ২৬ কোটি ৯৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র। পঞ্চম সপ্তাহে ঢাকাসহ সারাদেশের মোট ৪৬টি সিনেমাহলে সগৌরবে চলছে এটি।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

এদিকে শাকিব জানিয়েছেন, আজ থেকে ফ্রান্সের প্যারিসের চারটি সিনেমাহলে চলছে ‘প্রিয়তমা’। ঈগল এন্টারটেইনমেন্ট এবং ক্রেজি টিকিটসের পরিবেশনায় আগামী ৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। এরপর এটি যাবে নিউজিল্যান্ডে।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’য় শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। এবার বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার।

সমুদ্রে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ফারুক হোসেনের চিত্রনাট্যে ‘প্রিয়তমা’য় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে। প্রযোজনায় আরশাদ আদনান।

‘ঈশ্বর’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’ সিনেমার চারটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে ও আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ। এছাড়া জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সুর-সংগীতে ‘গভীরে’ গেয়েছেন রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ