Connect with us

টেলিভিশন

অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন, তারকাদের শোক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাসুম আজিজ

মাসুম আজিজ (১৯৫২-২০২২)

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই। আজ (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি।

মাসুম আজিজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে এখন শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় অনেকে শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘মিডিয়াতে আমরা দুই মাসুম। আজ এক মাসুম আমাদের ছেড়ে চলে গেলেন। মাসুম ভাই, মাসুম আজিজ, আপনি আমাকে অনেক ভালোবাসতেন। আমি ভুলবো না আপনাকে।’

আমেরিকায় বসে মাসুম আজিজকে উদ্দেশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘শেষ কবে দেখা হয়েছিলো, কী কথা হয়েছিলো আপনার সঙ্গে, কিছুই মনে করতে পারছি না। কত দেখা, কত কথা, কত স্মৃতি! আহারে জীবন! আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত, আপনি ছিলেন কখনো পরিচালক, কখনো সহশিল্পী, কখনো সতীর্থ, কখনো অগ্রজ, কখনো বন্ধুর মতো। শেষ দেখাটা হলো না। মাসুম ভাই, পরপারে শান্তিতে থাকুন। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আমাদের প্রাণপ্রিয় নাট্যজন মাসুম আজিজ।’

অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘যেভাবে তিনি চোখে দুঃখ জমাতেন তেমনটা আর কেউ পারেনি, পারবে না। বাংলা চলচ্চিত্র ও নাট্য জগত এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।’

মাসুম আজিজ

মাসুম আজিজ (১৯৫২-২০২২)

আজ মাসুম আজিজের মরদেহ হাসপাতালে থাকবে। আগামীকাল (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দেড় ঘণ্টা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় ও সর্বসাধারণ শ্রদ্ধা জানাবেন তাকে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন তিনি।

ফুসফুসের ক্যানসারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মাসে হাসপাতালে ভর্তি করানো হয় মাসুম আজিজকে। কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় ফেরেন তিনি। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গত ৮ অক্টোবর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৩ অক্টোবর থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যানসারের কেমোথেরাপি দেওয়ার পর মাসুম আজিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া তার ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। এসব কারণে ওষুধ কাজ করছিলো না।

মাসুম আজিজ ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ