Connect with us

টেলিভিশন

অভিনেত্রী হোমায়রা হিমুর আকস্মিক মৃত্যু

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হোমায়রা হিমু (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৮৫, মৃত্যু: ২ নভেম্বর, ২০২৩)

ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই। আজ (১ নভেম্বর) সন্ধ্যা গড়াতেই তার মৃত্যুর খবর জানা গেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)। জনপ্রিয় এই অভিনয়শিল্পীর বয়স হয়েছিলো ৩৮ বছর।

রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে হোমায়রা হিমুকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এসব তথ্য জানিয়েছেন।

হোমায়রা হিমু (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৮৫, মৃত্যু: ২ নভেম্বর, ২০২৩)

কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত ছিলেন না হোমায়রা হিমু। নির্মাতাদের কাছে তার চাহিদা কমে যাওয়াই এর মূল কারণ। তবে কীভাবে এই তারকার মৃত্যু হলো সেই রহস্য এখনো উন্মোচন হয়নি।

হোমায়রা হিমুর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তারা।

হোমায়রা হিমু (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৮৫, মৃত্যু: ২ নভেম্বর, ২০২৩)

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন হুমাইরা হিমু। লক্ষ্মীপুরে হাইফাই কৌতুক শিল্পগোষ্ঠী ও ফ্রেন্ডস নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করতেন। ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষার পর ঢাকায় আসেন। প্রথমে যোগ দেন নাগরিক নাট্যাঙ্গনে। এরপর কাজ করেন কয়েকটি নাট্যদলে।

হোমায়রা হিমু (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৮৫, মৃত্যু: ২ নভেম্বর, ২০২৩)

মঞ্চনাটকের গণ্ডি পেরিয়ে এইডস সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন হোমায়রা হিমু। ২০০৫ সালে তাহের শিপন পরিচালিত ‘পি আই’ ছিল তার অভিনীত প্রথম টিভি নাটক। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় দর্শকপ্রিয়তা পায়। তার নাটকের তালিকায় আরো আছে ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’, ‘শোনে না সে শোনে না’, ‘কমেডি-৪২০’, ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, ‘ছায়াবিবি’, ‘এক কাপ চা’, ‘এ কেমন প্রতিদান’, ‘হুলো বিড়াল’, ‘ছন্নছাড়া ৪২০’, ‘অ্যাম্বুলেন্স ডাক্তার’, ‘পাগলা প্রেমিক’ প্রভৃতি।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হোমায়রা হিমুর। এতে তরু আপা চরিত্রে দেখা গেছে তাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ