বলিউড
অমিতাভের ৮০তম জন্মদিনে ৮০ টাকায় সিনেমা হলের টিকিট!
কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন আগামীকাল ১১ অক্টোবর। বিশেষ দিনটি উদযাপনের অংশ হিসেবে আগামীকাল তার অভিনীত ‘গুডবাই’ সিনেমার প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ৮০ রুপি। ফলে ৮০ রুপিতে বড় পর্দায় উপভোগ করা যাবে এটি।
বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তার ৮০তম জন্মদিনের উপহার হিসেবে ৮০ রুপিতে টিকিট বিক্রির অভিনব পদক্ষেপ নিয়েছেন প্রযোজক একতা কাপুর। ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাস, আইনক্স, সিনেপলিস, মিরাজ ও মুক্তার কাছে এটি ভালো আইডিয়া মনে হয়েছে। তাই তারা সম্মতি জানাতে দেরি করেনি। গতকাল থেকে ১১ অক্টোবরের টিকিট অগ্রিম বুকিং শুরু হয়েছে। ভারতের সিঙ্গেল স্ক্রিনেও থাকছে এই সুবিধা।
ধারণা করা হচ্ছে, অমিতাভের ৮০তম জন্মদিন উপলক্ষে ১১ অক্টোবর ব্যাপক হইচই হবে। তাই নির্মাতারা অফারটির প্রচারণা চালানোর পরিকল্পনা করছেন। তাদের আশা, কম দামে টিকিটের সুবিধা নিতে বিপুলসংখ্যক দর্শক সমাগম হবে সিনেমা হলে।
গত ২৩ সেপ্টেম্বর পালিত হয় ভারতের জাতীয় সিনেমা দিবস। এ উপলক্ষে সেদিন ভারতের সব সিনেমা হলে টিকিটের মূল্য ছিল ৭৫ রুপি। ফলে বড় ক্যানভাসের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছোট বাজেটে নির্মিত ‘চুপ’ এবং ‘ধোকা রাউন্ড ডি কর্নার’ হাউসফুল হয়েছে। পরে অফারটি দুই দিন বাড়ানো হয়। এর মাধ্যমে সংশ্লিষ্টদের উপলব্ধি হয়েছে, টিকিটের দাম সস্তা রাখলে সিনেমা হলে দর্শকসংখ্যা বাড়তে পারে।
‘গুডবাই’-এর প্রযোজক-পরিবেশকরা টিকিটের মূল্য কমানো নীতি অনুসরণ করেছে। গত ৭ অক্টোবর মুক্তির দিন সারা ভারতের সিনেমা হলে এর টিকিট বিক্রি হয়েছে ১৫০ রুপি করে। এবার নির্মাতারা ৮০ রুপিতে টিকিটের আরেকটি দারুণ অফার ঘোষণা করলেন।
‘গুডবাই’ সিনেমার গল্প মধ্যবিত্ত পরিবারের এক বৃদ্ধকে কেন্দ্র করে, যার স্ত্রী হঠাৎ মারা যায়। এরপর তিনি কীভাবে সন্তানদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে সেতুবন্ধন করেন তা নিয়েই কাহিনি এগিয়ে যায়। এতে তুলে ধরা হয়েছে আত্ম-আবিষ্কার, পরিবারের গুরুত্ব এবং যেকোনো পরিস্থিতিতে জীবনকে উদযাপনের বক্তব্য।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা, নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, আশীষ বিদ্যার্থী, ইলি আভরাম, পাভেইল গুলাটি, সাহিল মেহতা ও শিবিন নারাঙ। সিনেমাটির নাম অভিনেত্রী কৃতি স্যাননের দেওয়া। এজন্য তাকে পর্দায় ধন্যবাদ জানানো হয়েছে।
‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো রাশ্মিকা মান্দানার। তাকে দেখা গেছে তারা চরিত্রে। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে পারার ঘটনা এখনো নিজের কাছে বিশ্বাস হচ্ছে না তার! তিনি বলেন, ‘অমিতাভ স্যারের সঙ্গে কাজ করা, তার সঙ্গে কথা বলা, একই মঞ্চ ভাগ করতে পারা, একই বিষয় নিয়ে কথা বলা, তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া– সবই যেন স্বপ্নের মতো। স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। এটি পরম একটি সম্মান এবং এ অভিজ্ঞতা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে।’
এদিকে অমিতাভ বচ্চনের স্মরণীয় কাজকে উদযাপন করতে চলছে চার দিনের ‘বচ্চন ব্যাক টু দ্য বিগিনিং’ শীর্ষক ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, কানপুর, ইনদোর, সুরাত, বারোদা, রায়পুর, কোলাহপুর, প্রয়াগরাজসহ ১৭টি শহরে পিভিআর সিনেমাসের ২২টি শাখায় গত ৮ অক্টোবর থেকে এটি আয়োজন করেছে অলাভজনক প্রতিষ্ঠান ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। এর মাধ্যমে বড় পর্দায় তার কালজয়ী সিনেমা দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম।
গত ৮, ৯ ও ১০ অক্টোবর টিকিট বিক্রি হয়েছে ১৫০ রুপি করে। তবে তার জন্মদিনে উৎসবের টিকিট মিলবে ৮০ রুপিতে। উৎসবে বড় পর্দায় দেখানো হচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’, ‘কালা পাথর’, ‘কালিয়া’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘নামাক হালাল’, ‘সত্তে পে সত্তা’ এবং ‘মিলি’।
পিভিআর লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অজয় বিজলি উল্লেখ করেন, ভারতে এ ধরনের উৎসব এটাই প্রথম। তার কথায়, ‘ফোন কিংবা ল্যাপটপ নয়, বড় পর্দায় বচ্চন সাহেবের স্মরণীয় চরিত্রগুলো দেখার দারুণ সুযোগ মিলছে উৎসবে।’
উৎসব প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি ভাবিনি এমন দিন আসবে যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকের এসব সিনেমা বড় পর্দায় ফিরে আসবে। এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। কারণ এর মাধ্যমে আমার সেই সময়ের পরিচালক, সহশিল্পী ও টেকনিশিয়ানদের কাজও দেখা যাচ্ছে, যারা না থাকলে এসব সিনেমা হতো না। এটি এমন একটি যুগ ফিরিয়ে এনেছে যা হারিয়ে গেছে, কিন্তু মানুষ ভুলে যায়নি। আশা করি, আগামীতে ভারতের স্মরণীয় সিনেমাগুলো বড় পর্দায় উদযাপন করতে এমন অনেক উৎসব হবে।’
ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর বলেন, ‘অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের প্রথম দিককার সেরা সিনেমাগুলোকে একত্র করা ছিলো বিশাল একটি কাজ। এসব সিনেমা তাকে সুপারস্টার বানিয়েছে। এগুলো মুক্তির সময় দর্শকরা যেভাবে দেখেছে অর্থাৎ বড় পর্দাতেই আবার প্রদর্শন করা বড় ঘটনাই বলবো।’
উৎসবটি উপলক্ষে মুম্বাইয়ের পিভিআর জুহুতে অমিতাভের সত্তর ও আশির দশকে তোলা দুর্লভ ছবি, ফুটেজ ও পোস্টার নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে যেন ফিরে এসেছে সোনালি দিন। এতে ‘শাহেনশাহ’ সিনেমায় তার পরা জ্যাকেট প্রদর্শন করা হচ্ছে। স্মৃতিস্মারকের মধ্যে আরো অন্তর্ভুক্ত রয়েছে বিরল এলপি রেকর্ড জ্যাকেট, লবি কার্ড এবং শুটিংয়ের স্থিরচিত্র। এগুলো ইন্টারনেটে পাওয়া যায় না। ‘দিওয়ার’ সিনেমায় অমিতাভের গেরো দেওয়া শার্ট পরার একটি কাট-আউট রাখা হয়েছে গ্যালারিতে।
অমিতাভ বচ্চনকে কিছুদিন আগে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা গেছে। তার হাতে এখন আছে সুরজ বরজাতিয়ার ‘উনচাই’, হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেক (দীপিকা পাড়ুকোন) এবং ‘প্রজেক্ট কে’ (প্রভাস, দীপিকা পাড়ুকোন)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস