Connect with us

টালিউড

‘অর্ধাঙ্গিনী’: অসহায় নারীর চরিত্রে জয়ার হৃদয় নিংড়ানো অভিনয়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: টুইটার)

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান প্রশংসায় ভাসছেন। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় বাংলাদেশি উঠতি গায়িকা মেঘনা চরিত্রে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ দর্শকরা। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের শিল্পী এবং নেটিজেনরা তার নৈপুণ্যে বাহবা দিচ্ছেন। সবার দৃষ্টিতে, জয়ার এই অভিনয় বিশেষভাবে মনে থেকে যাবে অনেকদিন। তাদের মতে, অভিনয়ের সরলতা ছিলো এই চরিত্রের প্রাণ।

গত ২ জুন ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘অর্ধাঙ্গিনী’। এর গল্পে দেখা যায়, সুমন চ্যাটার্জি ও শুভ্রা দম্পতি নিঃসন্তান। একপর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর বিধবা মেঘনাকে নিয়ে ঘর বাঁধে সুমন। কিন্তু কিছুদিন পর চরম বাস্তবতার মুখোমুখি হয় মেয়েটি। সুমনের ভূমিকায় কৌশিক সেন ও শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী।

জয়া আহসান (ছবি: টুইটার)

টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক অগ্নিভ নিয়োগি অর্ঘ্য বলেন, ‘চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান অভিনয়ের মাস্টারক্লাস দেখিয়েছেন।’

উপস্থাপক-লেখক-উদ্যোক্তা শর্মিলা মাইতি টুইট করেছেন, ‘চুর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের অভিনয় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। সিনেপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো সিনেমা।’

লেখক শ্রেষ্ঠা চ্যাটার্জি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘দুই অর্ধাঙ্গিনী চরিত্রে চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান আবারও নিজেদের জাত চেনালেন। একেবারে মনে দাগ কাটার মতো অভিনয়।’

জয়া আহসান (ছবি: টুইটার)

শুভম সেনগুপ্ত বলেন, ‘সিনেমায় চুর্ণী যদি টেনে খেলেন, জয়া খেলেছেন সুতো ছেড়ে। তাদের চাহনির ব্যবহার দেখার মতো।’

অভিনেত্রী শ্রীতমা দে ফেসবুকে লিখেছেন, ‘চুর্ণী ও জয়া এই যুগের দুই অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। বলার ভাষা হারিয়েছি।’

নৃত্যশিল্পী দ্রবীণ চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘জয়া আহসানের চোখের পরিভাষায় সমস্ত যন্ত্রণা ও কষ্টের অনুভূতি অসাধারণভাবে ব্যক্ত হয়েছে। চরিত্রের গভীরতায় ঢুকে এটি ফুটিয়ে তুলেছেন তিনি।’

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী (ছবি: সুরিন্দর ফিল্মস)

আনন্দলোক ম্যাগাজিনের রিভিউতে বলা হয়েছে, ‘জয়া এবং চুর্ণীর অভিনয় মনে থাকবে অনেকদিন। তারা হৃদয় নিংড়ে যে অভিনয় করেছেন তাতে মেঘনা ও শুভ্রার দ্বিধা-দ্বন্দ্ব, অভিমান, অপমান এবং শেষে পাওয়া-না পাওয়ার গল্প দর্শকদের হৃদয়ে সঞ্চারিত হয়েছে।’

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে লেখা হয়েছে, ‘জয়ার চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তাতে অসহায়ত্বের দৃশ্যে তিনি অনবদ্য।’

কলকাতার দৈনিক এই সময়ে প্রকাশিত হয়েছে, ‘অসহায় নারীর চরিত্রে জয়ার অভিনয় অনবদ্য।’

পশ্চিমবঙ্গের আরেক দৈনিক সংবাদ প্রতিদিনে দেখা গেছে, ‘অচেনা শহরে নিরুপায় মেঘনাকে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে যেতে হবে, মুখে সারল্য ফুটিয়ে সেই অভিনয়ে জয়া দুর্দান্ত।’

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান (ছবি: সুরিন্দর ফিল্মস)

ওপার বাংলায় সিনেমাটির প্রচারণায় অংশ নিচ্ছেন জয়া। এসব আয়োজনে তাকে বাহারি শাড়িতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য কিছু ছবি শেয়ার করেছেন তিনি। গত ১ জুন লাল শাড়ি পরে ‘অর্ধাঙ্গিনী’র প্রচারণায় অংশ নেন জয়া আহসান।

এর আগে গত ১৯ মে আরেকটি শাড়িতে ‘অর্ধাঙ্গিনী’র প্রচারণা করেন জয়া আহসান। তারপর গত ২৫ মে ‘অর্ধাঙ্গিনী’র প্রচারণায় আরেকটি শাড়িতে দারুণ লেগেছে তাকে।

জয়া আহসান (ছবি: ফেসবুক)

‘অর্ধাঙ্গিনী’ পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। তার পরিচালনায় এর আগে ‘বিসর্জন’ (২০১৭) ও ‘বিজয়া’য় (২০১৯) অভিনয় করেছেন জয়া। দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘অর্ধাঙ্গিনী’তে আরো অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য। সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ