Connect with us

ঢালিউড

অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ ‘হাওয়া’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হাওয়া’ সিনেমার দৃশ্য

‘হাওয়া’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

অস্কারের ৯৫তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এবার বাংলাদেশসহ ৯২টি সিনেমা জমা পড়েছিলো। এরমধ্যে তালিকায় জায়গা পেয়েছে ১৫টি সিনেমা।

অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ২১ ডিসেম্বর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখাসহ ১০টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। আগামী ২৪ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা।

গত ২৯ জুলাই বাংলাদেশে মুক্তির পর অভাবনীয় সাফল্য পেয়েছে ‘হাওয়া’। এরপর বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে এর প্রদর্শনী হয়েছে। গত ১৬ ডিসেম্বর কলকাতা ও পশ্চিম বাংলায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এর নির্মাণ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সাউন্ড ডিজাইন, সংগীত, খুলনার আঞ্চলিক ভাষার সংলাপ, অভিনয়, রঙসহ সবই উপভোগ করেছেন দেশ-বিদেশের দর্শকরা।

‘হাওয়া’ সিনেমায় নাজিফা তুষি

‘হাওয়া’ সিনেমায় নাজিফা তুষি (ছবি: ফেসকার্ড প্রোডাকশন)

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’র গল্প সাজানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আট জেলে এবং রহস্যময় বেদেনী গুলতিকে কেন্দ্র করে। মেয়েটির আগমনে জেলেদের মধ্যে সন্দেহ, দ্বন্দ্ব ও ভয় বাড়ে। মাছ ধরার বড় নৌকা ‘নয়নতারা’র সরদার চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জেলে ইব্রাহীম চরিত্রে আছেন শরিফুল রাজ। গুলতি রূপে রয়েছেন নাজিফা তুষি। এছাড়া অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান (নাগু), সুমন আনোয়ার (ইজা), সোহেল মন্ডল (উরকেস), রিজভি রিজু (পারকেস), বাবলু বোস (ফনি) ও মাহমুদ আলম (মোরা)।

‘হাওয়া’ সিনেমায় সুমন আনোয়ার ও চঞ্চল চৌধুরী (ছবি: ফেসকার্ড প্রোডাকশন)

পরিচালনার পাশাপাশি ‘হাওয়া’র কাহিনী ও সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন। তার সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। চিত্রগ্রহণে কামরুল হাসান খসরু। গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আবহ সংগীতে রাশিদ শরীফ শোয়েব।

নাজিফা তুষি

‘হাওয়া’ সিনেমায় নাজিফা তুষি (ছবি: ফেসবুক)

সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’ ব্যাপক জনপ্রিয় হয়েছে। হাশিম মাহমুদের কথায় এটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। এতে আরও আছে বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। সংগীতায়োজনে ইমন চৌধুরী। এছাড়া সিনেমাটিকে কেন্দ্র করে মেঘদল ব্যান্ড দীর্ঘ বিরতির পর নতুন গান ‘এ হাওয়া’ নিয়ে হাজির হয়। পরিচালক মেজবাউর রহমান সুমন মেঘদল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমার সংক্ষিপ্ত তালিকা
* অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
* আর্জেন্টিনা, নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
* ইও (পোল্যান্ড)
* কায়রো কন্সপিরেসি (সুইডেন)
* কোরসাজ (অস্ট্রিয়া)
* ক্লোজ (বেলজিয়াম)
* জয়ল্যান্ড (পাকিস্তান)
* বার্ডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (মেক্সিকো)
* ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)
* দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)
* দ্য ব্লু কাফতান (মরক্কো)
* রিটার্ন টু সিউল (কম্বোডিয়া)
* লাস্ট ফিল্ম শো (ভারত)
* সেন্ট ওমের (ফ্রান্স)
* হলি স্পাইডার (ডেনমার্ক)

সিনেমাওয়ালা প্রচ্ছদ