ওয়ার্ল্ড সিনেমা
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ভুটান-জাপান
৯৬তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হলো। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র শাখায় রয়েছে ১৫টি সিনেমা। এরমধ্য থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি সিনেমা। গতকাল (২১ ডিসেম্বর) সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র শাখায় এবার কোয়ালিফাই করেছে ৮৮টি দেশের সিনেমা। এরমধ্যে বাংলাদেশ থেকে ছিলো মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’। এশিয়া থেকে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ভুটানের পাও চয়নিং দর্জির ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। এছাড়া জাপান থেকে পাঠানো ‘পারফেক্ট ডেজ’ রয়েছে। তবে এটি পরিচালনা করেছেন জার্মানির ভিম ভেন্ডার্স।
২০২৪ সালের ২৩ জানুয়ারি ঘোষণা করা হবে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ১০ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
৯৬তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা
* আমেরিকেৎসি (আর্মেনিয়া)
* দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান (ভুটান)
* দ্য প্রমিসড ল্যান্ড (ডেনমার্ক)
* ফলেন লিভস (ফিনল্যান্ড)
* দ্য টেস্ট অব থিংস (ফ্রান্স)
* দ্য টিচার্স’ লাউঞ্জ (জার্মানি)
* গডল্যান্ড (আইসল্যান্ড)
* ইও ক্যাপিতানো (ইতালি)
* পারফেক্ট ডেজ (জাপান)
* তোতেম (মেক্সিকো)
* দ্য মাদার অব অল লাইস (মরক্কো)
* সোসাইটি অব দ্য স্নো (স্পেন)
* ফোর ডটার্স (তিউনিসিয়া)
* টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন)
* দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
মৌলিক সুর ও মৌলিক গান শাখার সংক্ষিপ্ত তালিকা
৯৬তম অস্কারে মৌলিক সুর শাখায় জমা পড়েছে ১৪৮টি সিনেমা। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি। মৌলিক গান জমা পড়েছে ৯৪টি, সেগুলোর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় আছে ১৫টি।
মৌলিক সুর শাখার সংক্ষিপ্ত তালিকা
* আমেরিকান ফিকশন (লরা কার্পম্যান)
* আমেরিকান সিম্ফোনি (জন ব্যাটিস্ট)
* বার্বি (মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট)
* দ্য বয় অ্যান্ড দ্য হেরন (জোয়ি হিসাইশি)
* দ্য কালার পার্পল (ক্রিস বাওয়ার্স)
* এলেমেন্টাল (টমাস নিউম্যান)
* দ্য হোল্ডওভারস (মার্ক অর্টন)
* ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি (জন উইলিয়ামস)
* কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (রবি রবার্টসন)
* ওপেনহাইমার (লুদবিগ গোরানসন)
* পুয়োর থিংস (ইয়ার্সকিন ফেনড্রিক্স)
* সল্টবার্ন (অ্যান্থনি উইলিস)
* সোসাইটি অব দ্য স্নো (মাইকেল জিয়াক্কিনো)
* স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স (ড্যানিয়েল পেম্বারটন)
* দ্য জোন অব ইন্টারেস্ট (মিকা লেভি)
মৌলিক গান শাখার সংক্ষিপ্ত তালিকা
* ড্যান্স দ্য নাইট (দুয়া লিপা, সিনেমা: বার্বি)
* আই’ম জাস্ট কেন (মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়ায়েট, সিনেমা: বার্বি)
* হোয়াট ওয়াজ আই মেড ফর? (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, সিনেমা: বার্বি)
* কিপ ইট মুভিন (হ্যালে ও ফিলিসিয়া পার্ল এমপাসি, সিনেমা: দ্য কালার পার্পল)
* সুপারপাওয়ার ওয়ান (ফ্যান্টেসিয়া, সিনেমা: দ্য কালার পার্পল)
* হাই লাইফ (ইভ হিউসন ও ওরেন কিনলান, সিনেমা: ফ্লোরা অ্যান্ড সান)
* মিট ইন দ্য মিডল (জোসেফ গর্ডন-লেভিট ও ইভ হিউসন, সিনেমা: ফ্লোরা অ্যান্ড সান)
* রোড টু ফ্রিডম (লেনি ক্রাভিৎজ, সিনেমা: রাস্টিন)
* ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে (জন ব্যাটিস্ট ও ড্যান উইলসন, সিনেমা: আমেরিকান সিম্ফোনি)
* ডিয়ার অ্যালিয়েন হু আর্ট ইন হ্যাভেন (অ্যাস্টেরয়েড সিটি)
* কোয়ায়েট আইস (শ্যারন ভ্যান এটেন, সিনেমা: পাস্ট লাইভস)
* ওয়াহজাজে-অ্যা সং ফর মাই পিপল (ওসেজ ট্রাইবাল সিঙ্গার্স, সিনেমা: কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
* কান্ট ক্যাচ মি নাউ (অলিভিয়া রড্রিগো ও ড্যান নিগ্রো, সিনেমা: দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস)
* অ্যাম আই ড্রিমিং (মেট্রো বুমিন, অ্যাসেপ রকি ও রয়জি, সিনেমা: স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স)
* দ্য ফায়ার ইনসাইড (ডায়ান ওয়ারেন, সিনেমা: ফ্লামিন হট)
ভিজ্যুয়াল ইফেক্টস শাখার সংক্ষিপ্ত তালিকা
* দ্য ক্রিয়েটর
* গডজিলা মাইনাস ওয়ান
* গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি
* ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি
* মিশন: ইমপসিবল – ডেড রেকোনিং পার্ট ওয়ান
* নেপোলিয়ন
* পুয়োর থিংস
* রেবেল মুন – পার্ট ওয়ান: অ্যা চাইল্ড অব ফায়ার
* স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স
* সোসাইটি অব দ্য স্নো
শব্দ শাখার সংক্ষিপ্ত তালিকা
* বার্বি
* দ্য ক্রিয়েটর
* ফেরারি
* দ্য কিলার
* কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
* মায়েস্ত্রো
* মিশন: ইমপসিবল – ডেড রেকোনিং পার্ট ওয়ান
* নেপোলিয়ন
* ওপেনহাইমার
* দ্য জোন অব ইন্টারেস্ট
রূপসজ্জা ও চুলসজ্জা শাখার সংক্ষিপ্ত তালিকা
* বো ইজ অ্যাফ্রেইড
* ফেরারি
* গোল্ডা
* কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
* দ্য লাস্ট ভয়েজ অব দ্য ডেমিটার
* মায়েস্ত্রো
* নেপোলিয়ন
* ওপেনহাইমার
* পুয়োর থিংস
* সোসাইটি অব দ্য স্নো
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস