Connect with us

বিশ্বসংগীত

অস্কারে গাইবেন সন্তানসম্ভবা রিয়ানা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রিয়ানা (ছবি: টুইটার)

সুপারস্টার রিয়ানা এখন সন্তানসম্ভবা। তবে ঘরে শুয়েবসে দিন কাটছে না তার। অস্কারের ৯৫তম আসরে সংগীত পরিবেশন করবেন এই গায়িকা। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ সিনেমার ‘লিফট মি আপ’ গেয়ে শোনাবেন তিনি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে।

‘লিফট মি আপ’ গানের সুবাদে অস্কারে প্রথমবার মনোনয়ন পেয়েছেন রিয়ানা। সেরা মৌলিক গান শাখায় রয়েছে এটি। রিয়ানার সঙ্গে মিলে এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাইজেরিয়ার টেমস, রায়ান কুগলার, লুদবিগ গোরানসন। গানের কথা লিখেছেন টেমস ও রায়ান কুগলার।

রিয়ানা (ছবি: টুইটার)

অস্কারের সেরা মৌলিক গান শাখায় ‘লিফট মি আপ’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘নাটু নাটু’ (আরআরআর, কণ্ঠ: কালা ভৈরাবা ও রাহুল সিপ্লিগুঞ্জ, কথা চন্দ্রবোস, সুর ও সংগীত এম.এম. কিরাবানি), হোল্ড মাই হ্যান্ড (টপ গান: ম্যাভেরিক; কণ্ঠ: লেডি গাগা; কথা, সুর ও সংগীত লেডি গাগা ও ব্লাড পপ), অ্যাপ্লজ (টেল ইট লাইক অ্যা ওম্যান, কণ্ঠ, সুর ও সংগীত ডায়েন ওয়ারেন) এবং দিস ইজ অ্যা লাইফ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সুর-সংগীত রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি, কথা লিখেছেন রায়ান লট ও ডেভিড বায়ার্ন)।

অস্কারের নির্বাহী প্রযোজক গ্লেন ভাইস ও রিকি কার্শনার জানান, আমেরিকান তারকা জিমি কিমেলের সঞ্চালনায় আগামী ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে এই আয়োজন।

রিয়ানা (ছবি: টুইটার)

গত ৫ ফেব্রুয়ারি সুপার বৌলের মধ্যবিরতির কনসার্টে সংগীত পরিবেশন করেন রিয়ানা। তখনই প্রথমবার বোঝা গেছে তিনি আবার মা হতে যাচ্ছেন। অনুষ্ঠানটির মাধ্যমে জনসমক্ষে তার গর্ভাবস্থা দেখা গেছে। প্রেমিক র‌্যাপার এএসএপি রকির সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি।

রিয়ানা (ছবি: টুইটার)

২০১৮ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডিজে খালেদের সঙ্গে ‘ওয়াইল্ড থটস’ গান গাওয়ার পর সংগীত থেকে বিরতি নিয়ে সৌন্দর্য প্রসাধনী ও পোশাক ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন রিয়ানা। বারবাডোজের এই গায়িকার ঝুলিতে আছে ৯টি গ্র্যামি পুরস্কার। তার গাওয়া ১৪টি গান বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।

‘লিফট মি আপ’-এর মাধ্যমে ছয় বছর পর কোনো একক গান গেয়েছেন রিয়ানা। ২০১৬ সালে প্রকাশিত হয় তার সর্বশেষ অ্যালবাম ‘অ্যান্টি’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ