Connect with us

হলিউড

অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

উইল স্মিথ
উইল স্মিথ (ছবি: অস্কার)

অস্কারের সব ধরনের আয়োজন থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। গতকাল (৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে ২০৩২ সাল পর্যন্ত সশরীরে কিংবা ভার্চুয়ালি অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি পাবেন না তিনি। শুক্রবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের গভর্নরস বোর্ড এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ৯৪তম অস্কারে তার চড়-কাণ্ডের ঘটনায় কীভাবে উপযুক্ত জবাব দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে এই সভা ডাকা হয়। এরপর অ্যাকাডেমি পরিবারের কাছে খোলা চিঠি দিয়েছে গভর্নর’স বোর্ড। এতে সই করেছেন অ্যাকাডেমি সভাপতি ডেভিড রুবিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডন হাডসন।

সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উইল স্মিথ অ্যাকাডেমির সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন।

উইল স্মিথের আচরণের প্রতিক্রিয়ায় তাকে ১০ বছর নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার কথা খোলা চিঠির শেষাংশে জানিয়েছে গভর্নর’স বোর্ড। পারফর্মার ও অতিথিদের সুরক্ষা এবং অ্যাকাডেমির ওপর আস্থা ফিরিয়ে আনার বৃহত্তর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অস্কার আয়োজকদের আশা, এ সিদ্ধান্তের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং প্রভাবিত সবার জন্য উতরে ওঠা এবং স্বাভাবিক অবস্থায় ফেরার সময় শুরু হলো।

খোলা চিঠির শুরুতে বলা হয়েছে, ‘গত বছর চলচ্চিত্রে যারা অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন, ৯৪তম অস্কারে তাদের সম্মান জানাতে চেয়েছি আমরা। কিন্তু মঞ্চে উইল স্মিথের অমার্জনীয় ও বেদনাদায়ক আচরণের কারণে সেইসব উদযাপনের মুহূর্ত ঢাকা পড়েছে।’

চিঠিতে অ্যাকাডেমি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ‘লাইভ সম্প্রচারের সময় আমরা মিলনায়তনে ওই পরিস্থিতির যথাযথ সমাধান করতে পারিনি। এজন্য আমরা দুঃখিত। আমাদের অতিথি, দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাকাডেমি পরিবারের জন্য উদাহরণ স্থাপনের একটি সুযোগ ছিল, কিন্তু নজিরবিহীন এ ঘটনার জন্য আমরা অপ্রস্তুত ছিলাম।’

ক্রিস রক ও উইল স্মিথ

৯৪তম অস্কারে ক্রিস রককে চড় মেরেছেন উইল স্মিথ (ছবি: সংগৃহীত)

উইল স্মিথের কাছ থেকে এভাবে আঘাত পাওয়ার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে সংযম বজায় রাখার জন্য আমেরিকান কমেডিয়ান ক্রিস রকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অ্যাকাডেমি গভর্নর বোর্ড। একইসঙ্গে লাইভ সম্প্রচার চলাকালীন তিন সঞ্চালক ওয়ান্ডা সাইকস, রেজিনা হল ও অ্যামি শুমার, মনোনীত ও বিজয়ী শিল্পী-কুশলী এবং পুরস্কার তুলে দিতে আসা তারকারা সুস্থির থাকায় সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন বোর্ড সদস্যরা।

গত ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৪তম অস্কার অনুষ্ঠান চলাকালে মঞ্চে পুরস্কার দিতে আসেন আমেরিকান কমেডিয়ান ক্রিস রক। বিজয়ীর নাম ঘোষণার আগে মিলনায়তনে সামনের সারিতে বসা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। অ্যালোপেসিয়ায় আক্রান্ত স্ত্রীর চুল পড়া নিয়ে কৌতুক শুনে স্বাভাবিক থাকতে পারেননি উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিস রককে চড় মেরে বসেন তিনি। মুহূর্তেই সেই ঘটনা কাঁপিয়ে দিয়েছে তামাম দুনিয়ার বিনোদন অঙ্গন।

পরে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। এরপর অ্যাকাডেমির সদস্য থেকে পদত্যাগ করেন তিনি। চড়ের ঘটনা জন্ম দেওয়ায় তার কয়েকটি সিনেমার শুটিং থমকে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকটি সিনেমা থেকে ৫৩ বছর বয়সী এই আমেরিকান অভিনেতা বাদ পড়তে পারেন।

চড় মেরে সুস্থ পরিবেশ নষ্ট করলেও ঠিকই অস্কারে সেরা অভিনেতা শাখার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ ছবিতে টেনিস তারকা ভেনেসা ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় হৃদয়ছোঁয়া নৈপুণ্য দেখিয়েছেন তিনি। এর আগে আরও দু’বার সেরা অভিনেতা শাখায় মনোনীত হয়েছিলেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ