Connect with us

হলিউড

‘অ্যাভাটার টু’: তিন দিনেই আয় ছাড়ালো ৪ হাজার কোটি টাকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে আনন্দের ঢেউ। মুক্তির প্রথম তিন দিনে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। পৃথিবী জুড়ে ৪৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৬২২ কোটি ৩৪ লাখ টাকা) আয় করে ফেলেছে সিনেমাটি।

জানা গেছে, উত্তর আমেরিকা বক্স অফিস থেকে এসেছে ১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১ হাজার ৪২৫ কোটি ৫৩ লাখ টাকা)। অন্যান্য দেশ থেকে পাওয়া সম্মিলিত আয়ের পরিমাণ ৩০ কোটি ৫ লাখ ডলার (৩ হাজার ১৯৬ কোটি ৮১ লাখ টাকা)।

বহুল আলোচিত ও ১৩ বছরের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী বিপুল সাড়া পাচ্ছে সিনেমাটি। রোটেন টমেটোস ওয়েবসাইটে ৯৪ শতাংশ দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।একইসঙ্গে বোদ্ধারা মনোমুগ্ধকর ভিজ্যুয়ালের প্রশংসা করেছেন। এগুলোর ইতিবাচক প্রতিফলন ঘটেছে বক্স অফিসে।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

দিন গড়ানোর সঙ্গে ‘অ্যাভাটার টু’র ব্যবসা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ সামনে বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে বিপুল দর্শক সমাগম হবে। সব মিলিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এর জয়জয়কার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালে উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ছয় নম্বরে ঢুকেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। আর বিশ্বব্যাপী মুক্তির প্রথম তিন দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় আছে দুই নম্বরে। শীর্ষস্থান দখল করে রেখেছে গত মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। এটি আয় করেছিলো ৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৮০৮ কোটি ৫১ লাখ টাকা)।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

পরিচালক জেমস ক্যামেরন এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ২০০ কোটি মার্কিন ডলার (২১ হাজার ২৭৬ কোটি ৬২ লাখ টাকা) আয় করতে পারলে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর খরচ উঠে আসবে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি এখনো বাজেট ও বিপণন খরচের অঙ্কটা জানায়নি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ