হলিউড
‘অ্যাভাটার টু’: ১৪ দিনে আয় ছাড়ালো ১০ হাজার ৩১৫ কোটি টাকা
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বক্স অফিসকে কাড়ি কাড়ি টাকায় ভাসাবে, এমনটাই প্রত্যাশা ছিলো দর্শক-বিশ্লেষকদের। সবার ধারণা সত্যি হয়েছে। মুক্তির ১৪ দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি মার্কিন ডলার (১০ হাজার ৩১৫ কোটি ৯২ লাখ টাকা) আয় করে ফেলেছে এটি। চলতি বছর এত দ্রুত এই মাইলফলক স্পর্শ করলো কোনো সিনেমা।
‘অ্যাভাটার’-এর দীর্ঘ ১৩ বছরের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলটি মুক্তি পায় গত ১৬ ডিসেম্বর। বোদ্ধারা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও সিনেমাটি ঠিকই দর্শকদের মন জয় করতে পেরেছে। যদিও বিশাল বাজেটে নির্মিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর খরচ তুলে আনতে কমপক্ষে ২০০ কোটি মার্কিন ডলার (২১ হাজার ২৭৬ কোটি ৬২ লাখ টাকা) আয় করতে হবে ডিজনিকে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটি বাজেট ও বিপণন খরচের অঙ্ক জানায়নি।
হলিউডে চলতি বছর মাত্র তিনটি সিনেমা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়ানো ব্যবসা করতে পেরেছে। আগের দুটি হলো টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’। ধারণা করা হচ্ছে, ‘টপ গান: ম্যাভেরিক’কে টপকে ২০২২ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকে ১০ বছর পর নতুন সিনেমার গল্প শুরু হয়। এখনো সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার রেকর্ড ধরে রেখেছে এটি। বিশ্বজুড়ে এর আয়ের পরিমাণ ২৮০ কোটি মার্কিন ডলারের বেশি (২৪ হাজার ৩০৫ কোটি ৩৫ লাখ ৫২ হাজার টাকা)।
‘অ্যাভাটার’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, পৃথিবীর একদল লোভী অধিবাসী ‘প্যান্ডোরা’ গ্রহের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় প্যান্ডোরার অধিবাসী না’ভিরা। জ্যাক সালির চোখ দিয়ে গল্পটি তুলে ধরা হয়। সে না’ভি তরুণী নেইতিরির প্রেমে পড়ে এবং প্যান্ডোরার জীববৈচিত্র্যের গুরুত্ব বুঝতে পারে।
সিক্যুয়েলে জ্যাক সালি ও নেইতিরি দম্পতি পাঁচ সন্তানের বাবা-মা। প্যান্ডোরাকে পৃথিবীর অধিবাসীদের আরেকটি আক্রমণ থেকে রক্ষার জন্য জলজ জীবনযাপন বেছে নেয় তারা।
জ্যাক সালি ও নেইতিরি চরিত্রে অভিনয় করেছেন যথারীতি স্যাম ওয়ার্থিংটন ও জোয়ি স্যালডানা। আগের পর্বের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে ফিরেছেন সিগোর্নি উইভার, স্টিফেন ল্যাং, ম্যাট জেরাল্ড, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও।
সিক্যুয়েলে নতুন যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, এডি ফালকাও, মিশেল ইও, ভিন ডিজেল, জিমেইন ক্লেমেন্ট, জিওভানি রিবিসি এবং ওনা চ্যাপলিন। ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট ২৫ বছর পর আবার জেমস ক্যামেরনের পরিচালনায় অভিনয় করলেন। মেটকাইনা বংশের মেয়ে রোনাল চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য পানির ২০ ফুট গভীরে সাত মিনিট পর্যন্ত দম ধরে রেখে ডুবে থাকার কৌশল রপ্ত করেন তিনি।
৩ ঘণ্টা ১২ মিনিট ব্যাপ্তির ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে সাজিয়েছেন জেমস ক্যামেরন এবং রিক জাফা ও আমান্ডা সিলভার দম্পতি। তাদের সঙ্গে মিলে গল্পটি যৌথভাবে লিখেছেন জশ ফ্রিডম্যান ও শেন স্যালেরনো। এটি সম্পাদনা করেছেন জেমস ক্যামেরন, স্টিফেন ই. রিভকিন, ডেভিড ব্রেনার, জন রিফুয়া। প্রযোজনায় জেমস ক্যামেরন ও জন ল্যান্ডাউ।
‘অ্যাভাটার’-এর আরো তিনটি সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এগুলো মুক্তি পাবে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে। এরমধ্যে শিশুশিল্পীদের বয়স একই দেখাতে তৃতীয় পর্বের শুটিং ইতোমধ্যে হয়ে গেছে। যদিও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার লাভের বিষয়টি দেখে তবেই সেগুলো মুক্তির বিষয় চূড়ান্ত হবে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস