Connect with us

ওটিটি

অ্যামাজন প্রাইমে রাজ-মেহজাবীনের ‘কাজল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কাজল’ নাটকের পোস্টারে মেহজাবীন চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)

আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেলো বাংলাদেশের নাটক ‘কাজল’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

অ্যামাজন প্রাইম ভিডিওর গল্প সংক্ষেপে বলা হয়েছে, মা মারা যাওয়ার পর বাবাকে খুঁজতে গ্রাম থেকে শহরে আসে একটি মেয়ে। সে তার বাবাকে খুঁজেও পায়। কিন্তু বাবার কাছ থেকে নিজের পরিচয় গোপন করে মেয়েটি। বাবার পরিবারের সঙ্গেই থাকতে শুরু করে সে। সেখান থেকে শুরু হয় গল্প।

অ্যামাজন প্রাইমে ‘কাজল’

বাংলা ভাষাভাষি ছাড়াও অন্য দর্শকদের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে।

২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় ‘কাজল’। এর মন্তব্যের ঘরে অনেক দর্শক নিজেদের আবেগ-অনুভূতির কথা লিখেছেন।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

‘কাজল’ নাটকে ‘মামনি’ শিরোনামের একটি গান রয়েছে। এর কথা লিখেছেন জনি হক, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। এটি পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। এতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, অপ্সরাসহ অনেকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ