Connect with us

ওটিটি

অ্যালেন স্বপনের নতুন ‘বৈয়াম পাখি’ জেফার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বৈয়াম পাখি ২.০’ গানের ভিডিওতে নাসির উদ্দিন খান ও জেফার রহমান (ছবি: চরকি)

‘তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম ফাকি কই’– ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ শিরোনামের এই গান গেয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। এর ভিডিওতে তার বৈয়াম পাখি হিসেবে ছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জনপ্রিয় ভিলেন অ্যালেন স্বপন এবারের ঈদে ফিরছে। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে তার নতুন বৈয়াম পাখি হিসেবে থাকছেন জেফার রহমান। গানটি একসঙ্গে গেয়েছেন তারা। এর ভিডিওর মাধ্যমে জানা গেলো– শুধু গান গাওয়া নয়, সিরিজটিতে অভিনয়ও করেছেন জেফার। 

গতকাল (১৯ মার্চ) বিকালে প্রকাশিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর গান ‘বৈয়াম পাখি ২.০’। এটি হলো আগের ‘বৈয়াম পাখি’র নতুন সংস্করণ। জেফারকে বৈয়াম পাখি ভেবে অ্যালেন স্বপন গানে গানে নিজের বাসনার কথা জানিয়ে মন কাড়তে চাইলেও নাকচ করে দিয়েছেন গায়িকা। গানে গানে তিনি বলেছেন, ‘আমি বৈয়াম পাখি নই।’

জেফার রহমান (ছবি: চরকি)

জেফার এর আগে চরকিতে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকীরি ‘মনোগামী’ ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন। এবার ওয়েব সিরিজের অভিনয়শিল্পী তালিকায় নাম লেখালেন তিনি।

‘বৈয়াম পাখি ২.০’ গানের ভিডিওতে নাসির উদ্দিন খান ও জেফার রহমান (ছবি: চরকি)

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ ও এই চরিত্র নিয়ে আগে থেকেই জানা ছিলো জেফারের। ফলে দ্বিতীয় মৌসুমে অভিনয়ের প্রস্তাব পেয়ে আর বেশি ভাবতে হয়নি তাকে। তার মতে, “ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি। আর আমি যেহেতু গানের মানুষ, তাই ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠ দেওয়ার সুযোগ হাতছাড়া করিনি।”

জেফার রহমান (ছবি: চরকি)

অভিনয় ছাড়াও এই ওয়েব সিরিজের গান গাওয়ার আরেকটি কারণ জানাতে জেফার বলেন, ‘প্রথম মৌসুমে এটি একজন ভিলেনের কণ্ঠে শুনেছেন দর্শক-শ্রোতারা। এতে তার বেপরোয়া ভাব উঠে এসেছে। দ্বিতীয় মৌসুমে গানটির নতুন সংস্করণে তাকে চ্যালেঞ্জ করছেন একজন নারী। এ বিষয়টি আমার ভালো লেগেছে, সেজন্যই গানটি গাওয়া।’

‘বৈয়াম পাখি ২.০’ গানের ভিডিওতে নাসির উদ্দিন খান ও জেফার রহমান (ছবি: চরকি)

জেফারের গাওয়া লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি-চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেলো, তুমি কোন চাটগাঁইয়া’। তার কাছে মজার ছলেই জানতে চাওয়া হয়েছিলো, চিকি-চিকি মানে কী? খুব চালাকি করে তিনি উত্তরে বলেন, ‘চিকি-চিকির অর্থ জানতে হলে সিরিজ দেখতে হবে!’

জেফার রহমান (ছবি: চরকি)

গানটির পরের অংশে জেফার গেয়েছেন, ‘আশেপাশে সবাই থাকে, সবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় যায় না বোঝা।’ নিজের চরিত্র এমনই উল্লেখ করে তিনি বলেন, ‘আমার চরিত্রটির বেশ কিছু দিক আছে। এককথায় এই মেয়েকে বর্ণনা করা কঠিন।’

জেফার রহমান (ছবি: চরকি)

‘বৈয়াম পাখি’ গানটি একা গেয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন সংস্করণে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। আগের গানটির সুর ও সংগীতায়োজন করেন খৈয়াম শানু সন্ধি। তার সঙ্গে মিলে গানটি লিখেছেন ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশের পর আগের গান তৈরির গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি, “একটি লাইন বারবার মনে পড়ছিলো ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর আবহ সংগীত তৈরির সময়। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় ‘বৈয়াম পাখি’ গানটি। ‘তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই’ লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিলো সিরিজে।”

গানটির নতুন সংস্করণ প্রসঙ্গে সন্ধি বলেন, ‘মজার জন্য বৈয়াম পাখি গানটি করা। অ্যালেন স্বপন একটি মন্দ চরিত্র। অন্যদিকে জেফার বেশ আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা নারী। দুটি চরিত্রের একে-অপরের ওপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকে এবারের গানে তুলে ধরতে চেয়েছি আমরা।’

জেফার রহমান (ছবি: চরকি)

স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে সাজানো হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ গানের ভিডিও। একই সঙ্গে টু-ডি ও থ্রিডি অ্যানিমেশনের কাজ আছে এখানে। ভিডিওর সবশেষে হাজির হন আগের বৈয়াম পাখি অর্থাৎ অ্যালেন স্বপনের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তার গলার আওয়াজ পেয়েই পানিতে পড়েন অ্যালেন স্বপন!

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। দ্বিতীয় মৌসুমে নাম ভূমিকায় থাকছেন যথারীতি নাসির উদ্দিন খান। আগের মৌসুমের মতোই এবারের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন যথারীতি শিহাব শাহীন।

অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খান (ছবি: চরকি)

২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথমবার হাজির হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা অ্যালেন স্বপন চরিত্রটি। এরপর তাকে কেন্দ্র করে নির্মিত দেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ২০২৩ সালে চরকিতে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয় এটি। এর শেষ দৃশ্যে দেখা যায়, মুখ ঢাকা একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন অ্যালেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরো কিছু প্রশ্ন ও ৪০০ কোটি টাকার রহস্য রেখে শেষ হয়েছিলো ওয়েব সিরিজটি। এতো বিপুল অর্থ কার ও কোথায় লুকানো আছে, সেসব জট খুলতে যাচ্ছে দ্বিতীয় মৌসুমে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ