Connect with us

বলিউড

আইফা অ্যাওয়ার্ডসে সেরা শাহরুখ-রানি, ‘অ্যানিম্যাল’ শীর্ষে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রানি মুখার্জি (ছবি: আইফা)

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৪তম আসরে সেরা সিনেমাসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতলো সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে একজন মায়ের ভূমিকায় হৃদয়ছোঁয়া নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রী স্বীকৃতি পেয়েছেন রানি মুখার্জি। 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ইতিহাদ এরেনায় গতকাল ২৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয়। মঞ্চে ছিল অভিনেত্রী রেখা, কৃতি স্যানন, জানভি কাপুর, অনন্যা পান্ডে, নোরা ফাতেহি, অভিনেতা শহিদ কাপুর, প্রভু দেবা ও ভিকি কৌশলের পরিবেশনা। গান-বাজনা করেছেন শঙ্কর-এহসান-লয়, শিল্পা রাও, হানি সিং, ইউলিয়া ভানতুর ও করণ আয়ুজলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান, ভিকি কৌশল ও করণ জোহর।

শাহরুখ খান (ছবি: আইফা)

‘অ্যানিম্যাল’ সিনেমার জন্য অনিল কাপুরের হাতে উঠেছে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সুবাদে শাবানা আজমি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান। সুপারস্টার সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী ‘ফারে’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রী হয়েছেন।

আইফা ২০২৩ বিজয়ী তালিকা
সেরা সিনেমা
অ্যানিম্যাল

সেরা পরিচালক
বিধু বিনোদ চোপড়া (টুয়েলভ ফেইল)

সেরা অভিনেতা
শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী
রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পার্শ্ব অভিনেতা
অনিল কাপুর (অ্যানিম্যাল)

সেরা পার্শ্ব অভিনেত্রী
শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা খল অভিনেতা
ববি দেওল (অ্যানিম্যাল)

সেরা নবাগতা
আলিজে অগ্নিহোত্রী (ফারে)

সেরা গায়ক
ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেইলি, অ্যানিম্যাল)

সেরা গায়িকা
শিল্পা রাও (চালেয়া, জওয়ান)

সেরা সংগীত পরিচালক
প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বাল, অসীম কেমসন, হর্ষবর্ধন রমেশ্বর (অ্যানিম্যাল)

সেরা গীতিকার
সিদ্ধার্থ-গরিমা (সাতরাঙা, অ্যানিম্যাল)

সেরা মৌলিক গল্পকার
ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রয় (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অনুপ্রাণিত গল্প
টুয়েলভ ফেইল

সেরা শব্দসজ্জা
শচিন সুধাকরণ, হরিহরণ এম (অ্যানিম্যাল)

সেরা শব্দ মিশ্রণ
সাম্পাত আলওয়ার, ক্রিস জ্যাকবসন, রব মার্শাল, মার্টি হামফ্রি (জওয়ান)

আজীবন সম্মাননা
হেমা মালিনী, জয়ন্তীলাল গাদা

সিনেমায় রজতজয়ন্তী সম্মাননা
করণ জোহর

সিনেমাওয়ালা প্রচ্ছদ