Connect with us

গান বাজনা

আইয়ুব বাচ্চুর গিটার নিয়ে হবে জাদুঘর, গানগুলো আসবে নতুন আঙ্গিকে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

বাংলা রক গানের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলো নতুন আঙ্গিকে উপস্থাপন ও পরিবেশনের অনুমতি পেয়েছে এশিয়াটিক ইএক্সপি। নতুনভাবে গানগুলো তৈরির মাধ্যমে যন্ত্রশিল্পী খুঁজে বের করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে তাঁর ব্যবহৃত গিটার ও অন্যান্য সামগ্রী দিয়ে জাদুঘর গড়ে তোলা হবে। এছাড়া কনসার্ট আয়োজন ও এবি কিচেনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টির উদ্যোগ নেবে প্রতিষ্ঠানটি।

গতকাল (১৭ অক্টোবর) ঢাকায় এশিয়াটিক ইএক্সপি কার্যালয়ে সমঝোতা স্মারক চুক্তিতে সই করেন এবি কিচেনের প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা ও এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এ সময় উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপারসন সারা যাকের।

(বাঁ থেকে) ইরেশ যাকের, ফেরদৌস আইয়ুব চন্দনা ও সারা যাকের (ছবি: এশিয়াটিক)

ফেরদৌস আইয়ুব চন্দনা বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি এবং একটি সমঝোতায় এসেছি। এর ফলে বাচ্চুর সৃষ্টিকর্ম নিয়ে সুন্দর কিছু কাজ হবে। আশা করি, এশিয়াটিক ইএক্সপির সঙ্গে যৌথভাবে আমরা বড় পরিসরে কিছু করতে পারবো।’

ইরেশ যাকের বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের কাছে একজন কিংবদন্তি। তাঁর রেখে যাওয়া সৃষ্টিকে আমরা চেষ্টা করবো এগিয়ে নিয়ে যেতে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাঁকে জানতে পারে এবং তাঁর সৃষ্টিগুলোর চর্চা করে।’

আইয়ুব বাচ্চু (জন্ম: ১৬ আগস্ট, ১৯৬২; মৃত্যু: ১৮ অক্টোবর, ২০১৮)

নতুন চুক্তির ফলে আইয়ুব বাচ্চু কিংবা এলআরবি ব্যান্ডের গান প্রচার ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে এশিয়াটিক ইএক্সপি এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে।

আজ দেশীয় ব্যান্ডসংগীতের অন্যতম পুরোধা আইয়ুব বাচ্চুর পঞ্চম প্রয়াণ দিবস। ২০১৮ সালের ১৮ অক্টোবর প্রিয় রুপালি গিটার ছেড়ে তিনি উড়াল দেন আকাশে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ