Connect with us

ওটিটি

আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম মৌসুমের প্রচারণামূলক পোস্টার (ছবি: বুম ফিল্মস)

নির্মাতা কাজল আরেফিন অমির ভরপুর বিনোদনে ঠাসা ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে উন্মাদনা দেখা যাবে আরেকবার। এর পঞ্চম মৌসুম মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে। আজ (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দর্শকপ্রিয় চরিত্র কাবিলা, হাবু, পাশা, শিমুলসহ অনেকে ফিরছে। 

কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। বহুল প্রতীক্ষিত বিনোদন আসছে! ব্যাচেলর পয়েন্ট (সিজন ফাইভ)।”

ফেসবুকে ‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম মৌসুমের একটি প্রচারণামূলক পোস্টার পোস্ট করেছেন কাজল আরেফিন অমি। এতে দেখা গেছে– ছাদে শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে দুটি জিন্স প্যান্ট, একটি থ্রি-কোয়ার্টার প্যান্ট ও একটি টি-শার্ট। এছাড়া আছে চারটি কবুতর ও বেশ কিছু গাছের টব। ওপরের দিকে আকাশে দুটি ঘুড়ি উড়ছে।

কাজল আরেফিন অমি (ছবি: বুম ফিল্মস)

পোস্টারে নির্মাতা আভাস দিয়েছেন, বরাবরের মতো একঝাঁক তরুণ চরিত্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন মৌসুম। তাদের জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ ও বাস্তবতার প্রতিচ্ছবি পাওয়া যাবে গল্পে।

এবারের মৌসুমে যথারীতি কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ, পাশা চরিত্রে মারজুক রাসেল, হাবু চরিত্রে চাষী আলম ও শিমুল চরিত্রে শিমুল শর্মা অভিনয় করবেন। এছাড়া থাকছেন সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানাসহ অনেকে।

‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয় এর চতুর্থ মৌসুমের শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা নতুন মৌসুম দেখতে উদগ্রীব। শিগগিরই তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের দৃশ্যে (বাঁ থেকে) শিমুল শর্মা, চাষী আলম, জিয়াউল হক পলাশ ও মারজুর রাসেল (ছবি: বঙ্গ)

এবারের ঈদুল ফিতরে বঙ্গ’তে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মাকে অতিথি চরিত্রে দেখা গেছে। ওয়েব ফিল্মটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ