Connect with us

ঢালিউড

নতুন বছরে নতুন জুটি আদর-দীঘি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

বছরের শুরুতেই চমক নিয়ে হাজির চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমবার জুটি বেঁধেছেন তারা। ‘টগর’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাদের। এটি পরিচালনা করছেন আলোক হাসান। 

সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে। গতকাল (১ জানুয়ারি) বছরের প্রথম দিন ‘টগর’-এর ঘোষণা দেওয়ার প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে একাধিক ভয়াল দৃশ্যের মাধ্যমে আভাস দেওয়া হয়েছে, নৃশংস প্রতিশোধের গল্প থাকার সম্ভাবনা আছে সিনেমায়।

প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

ভিডিওতে দেখা যায়, একটি পরিত্যক্ত জায়গায় কয়েকটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এগুলোর মধ্যে একটি নিথর দেহের পা টেনে নিয়ে যাচ্ছে টগর। একপাশে দাঁড়িয়ে থেকে ভয়ার্ত ও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে একটি মেয়ে। তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র। মেয়েটিকে রক্ষা করার পাশাপাশি আক্রমণকারীকে কুপিয়ে মারে টগর। এরপর রক্তমাখা অস্ত্রটি নিজের মুখের সামনে ধরে রাখে সে। ধীরে ধীরে সেটি নামালে তার মুখ ভেসে ওঠে পর্দায়।

‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, “এমন চরিত্রে দর্শকরা এবারই প্রথম আমাকে দেখবেন। ‘টগর’-এর মধ্যে তামিল কিংবা বলিউডের আমেজ পাওয়া যেতে পারে। এটি ভিন্ন ধরনের কাজ হতে যাচ্ছে।”

আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

দীঘির চোখে, ‘সিনেমাটির গল্প অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে এটি।’

আদর আজাদ (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

‘টগর’ প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। চিত্রগ্রহণ করবেন ইসমাইল হোসেন লিটন। শিল্প নির্দেশনায় রহমতুল্লাহ বাসু, মারপিট নির্দেশক চুন্নু ও রূপসজ্জা করবেন মনির হোসেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ