Connect with us

ঢালিউড

আদর আজাদই ‘টগর’, তবে বদলে গেলো নায়িকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ ও পূজা চেরী (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

চলতি বছরের পয়লা দিনে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি প্রচারণামূলক ভিডিওর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধার কথা জানিয়েছিলেন। তবে ‘টগর’ নামের সিনেমাটির নায়িকা বদলে গেছে! এতে দীঘির পরিবর্তে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

‘টগর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। জয়িতা চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে এর শুটিং শুরু হবে। এর দুই দিন আগেই পুরো ইউনিট ঢাকা ছাড়ছে। আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য তৈরি হচ্ছে সিনেমাটি।

‘টগর’ সিনেমার পোস্টারে পূজা চেরী (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

সিনেমাটি পরিচালনা করবেন আলোক হাসান। নায়িকা পরিবর্তন প্রসঙ্গে তার কথা, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। পূজা চেরীকে এই সিনেমায় যুক্ত করতে পারা আমাদের জন্য আনন্দের। এখন দ্রুত শুটিং শেষ করতে চাই।’

‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

আদর আজাদ বলেন, “আমাদের গোটা ইউনিট ‘টগর’ নিয়ে দারুণ আশাবাদী। চার মাস ধরে এই সিনেমার সঙ্গে আমার ওঠাবসা চলছে। মাঝে কেবল ‘পিনিক’-এর শুটিং করেছি।”

‘টগর’ প্রসঙ্গে পূজা চেরী বলেছেন, “‘প্রচারণামূলক টিজারে ভিন্ন নায়িকা থাকার কারণে কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে ‘টগর’ টিম আমাকে বোঝাতে পেরেছে। আর আমারও গল্পটি পছন্দ হওয়ায় এই সিনেমায় নাম লিখিয়েছি। গল্পটিতে ভিন্নমাত্রা রয়েছে। তাছাড়া আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগে কাজ করেছি।”

‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ ও পূজা চেরী (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

সিনেমাটিতে আরো অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। চিত্রগ্রহণ করবেন ইসমাইল হোসেন লিটন।

আদর আজাদ, আলোক হাসান ও প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। শিল্প নির্দেশনায় রহমতুল্লাহ বাসু, মারপিট নির্দেশক চুন্নু ও রূপসজ্জা করবেন মনির হোসেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ