Connect with us

টালিউড

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার আরেকটি মনোনয়ন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: টুইটার)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার ষষ্ঠ আসরে সেরা অভিনেত্রী (সমালোচক) শাখায় মনোনয়ন পেলেন জয়া আহসান। ‘ঝরা পালক’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অনবদ্য নৈপুণ্যের সুবাদে মনোনীত হলেন তিনি।

সেরা অভিনেত্রী (সমালোচক) শাখায় জয়া আহসানের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (মহিষাসুর মর্দিনি), শুভশ্রী গাঙ্গুলি (বৌদি ক্যান্টিন), স্বস্তিকা মুখার্জি (শ্রীমতি), গার্গী রায়চৌধুরী (মহানন্দা) এবং পিয়ালি সামন্ত (প্রিয় চীনা পাতা: ইতি সেগুন)।

গতকাল সোশ্যাল মিডিয়ায় মনোনীতদের অভিনীত সিনেমার একটি করে দৃশ্য দিয়ে সাজানো কার্ড শেয়ার করেছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। সেরা অভিনেত্রী (সমালোচক) শাখায় জয়া ‘ব্ল্যাক লেডি’ পাচ্ছেন কিনা জানা যাবে আগামী ১০ মার্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২ অনুষ্ঠানে।

জয়া আহসান (ছবি: টুইটার)

জয়া আহসান অভিনীত ‘ঝরা পালক’ আরো দুটি শাখায় মনোনীত হয়েছে। এগুলো হলো সেরা চিত্রনাট্যকার (সায়ন্তন মুখার্জি) এবং সেরা পোশাক পরিকল্পনা (সুলগ্ন চৌধুরী)।

‘ঝরা পালক’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও ব্রাত্য বসু (ছবি: টুইটার)

‘ঝরা পালক’ সিনেমায় জীবনানন্দ দাশের দুটি আলাদা বয়সকে ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কৌশিক সেন আছেন কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়। সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে। দেবশঙ্কর হালদারকে দেখা গেছে কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।

জয়া আহসান (ছবি: টুইটার)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় এ নিয়ে সাতটি মনোনয়ন পেলেন জয়া আহসান। গত বছর ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) শাখায়ও মনোনয়ন দেওয়া হয় তাকে। ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ওঠে তার হাতে।

২০২২ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে জয়া আহসান (ছবি: টুইটার)

২০১৯ সালে ‘বিজয়া’ এবং ‘রবিবার’ সিনেমা দুটিতে নৈপুণ্যের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রী (সমালোচক) স্বীকৃতি পান জয়া আহসান। এছাড়া ‘আবর্ত’ (২০১৪) ও ‘ঈগলের চোখ’ (২০১৬) সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

জয়া আহসান (ছবি: টুইটার)

এদিকে গতকাল (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন তহবিলের অফিসে একটি অনুষ্ঠানে অংশ নেন জয়া। তার পাশাপাশি ছিলেন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ