Connect with us

টেলিভিশন

আবু হেনা রনির জন্য তারকাদের উৎকণ্ঠা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আবু হেনা রনি

আবু হেনা রনি (ছবি: ফেসবুক)

স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল আবু হেনা রনির জন্য উৎকণ্ঠায় তারকারা। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকে। কলকাতা থেকেও অনেকে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

২০১১ সালে ভারতের জি বাংলা চ্যানেলের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’ প্রতিযোগিতায় বিজয়ী হন রনি। অনুষ্ঠানটির সঞ্চালক মীর আফসার আলি ফেসবুকে লিখেছেন, আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর সেলফিতে আবু হেনা রনি (ছবি: ফেসবুক)

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আবু হেনা রনি ভাইরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়। এখনও অনেক আনন্দ বাকি। তোর কথায় অনেক হাসতে চাই। তোর দ্রুত আরোগ্য কামনা করি।’

আবু হেনা রনির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো ভাই।’

চিত্রনায়ক সাইমন সাদিকের চোখে, ‘আবু হেনা রনি খুব ভালো এবং সুন্দর মনের মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন।’

রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেতা সাজু খাদেম। আবু হেনা রনির সঙ্গে তোলা কয়েকটি সেলফি দিয়ে ফেসবুক রিল বানিয়েছেন চিত্রনায়ক ইমন।

সংগীতশিল্পী মুহিন খান লিখেছেন, ‘রনি, তোকে একটা কথা বলিনি কখনো। আজকে বলি… তোকে দেখলে আমাদের মন ভালো থাকে। তুই মানুষের হাসি ধরে রাখিস। আল্লাহ তোকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। সুস্থ হয়ে ওঠ। তোকে সুস্থ হতেই হবে। সুস্থ হলে আমার অফিসে আড্ডা দেবো।’

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আবু হেনা রনি, অনেক প্রার্থনা আপনার জন্য। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সবাই আপনার অপেক্ষায় আছে।’

আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি, ‘নিজেকে দেখতে পাচ্ছি তোর জায়গায় রনি! জুলাইয়ের শেষে ৯ দিন একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটা পরিবার হয়ে থেকেছি। বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি। তাড়াতাড়ি ভালো হয়ে উঠ ভাই। তোর অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লাগেজে দিয়েছিলি, সেটা নিয়ে যাবি! নিশ্চয় সবার দোয়ায় তুই আবার মঞ্চ মাতাবি।’

আবু হেনা রনি

আবু হেনা রনি ও মৌসুমী মৌ (ছবি: ফেসবুক)

উপস্থাপক মৌসুমী মৌ বলেন, ‘ভাই এখনও অনেক কিছু করা বাকি। খুব দ্রুত সুস্থ হোন। বিশ্বাস করতে পারছি না আপনার সঙ্গে এমনটা ঘটতে পারে।’

উপস্থাপক সায়েম সালেক লিখেছেন, ‘আবু হেনা রনি, তোকে ভালোবাসে না এমন কেউ নেই। আমরা সবাই তোকে ভালোবাসি। সবাই তোর জন্য দোয়া করছি। তুই সুস্থ হয়ে যাবি। তোকে ভালোবাসি ভাইয়া।’

কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা, কিশোর দাস, রাজিব, মেহরাব, স্বরলিপি, চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামসহ আরও অনেকে আবু হেনা রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মঞ্চের পেছনে গ্যাস বেলুন বিস্ফোরণে আরও চারজনের সঙ্গে দগ্ধ হন আবু হেনা রনি। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

আবু হেনা রনি

আবু হেনা রনি (ছবি: ফেসবুক)

আবু হেনা রনি এখন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্পেশাল ওয়ার্ডে আছেন। বিশেষজ্ঞ-চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি কথা বলতে পারছেন। গতকাল রাত থেকে বাংলাদেশ কমেডি ক্লাবের সবাই আছেন হাসপাতালে।

সংগীতশিল্পী লুৎফর হাসান ফেসবুকে জানিয়েছেন, আবু হেনা রনির সঙ্গে থাকে সুমন্ত সোহেল। এখন রনির সঙ্গে আছেন তিনি। সুমন্তর তথ্যানুযায়ী, রনির শরীরের ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কণ্ঠনালী ঝুঁকিতে আছে কিনা তা বলা যাবে ৪৮ ঘণ্টা পর। তিনি শঙ্কামুক্ত হলেও পরিপূর্ণভাবে সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ