শুভেচ্ছা
‘আমরা চিরকালের জন্য এক হয়েছি’
ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল ও সুরকার-সংগীত পরিচালক মিথুন শর্মা বিয়ের বন্ধনে জড়ালেন। গত ৬ নভেম্বর মুম্বাইয়ে তাদের চার হাত এক করে দিয়েছে দুই পরিবার।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য সুখবরটি জানিয়ে ৩০ বছর বয়সী পলক ও ৩৭ বছর বয়সী মিথুনের লিখেছেন, ‘আজ আমরা চিরকালের জন্য এক হয়েছি। নতুন জীবন শুরু হলো।’
বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন পলক মুচ্ছাল। অন্যদিকে মিথুন পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি।
গত রবিবার সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সনু নিগাম, কৈলাশ খের, সেলিম মার্চেন্ট।
২০১৬ সালে ‘কেহ ভি দে’ এবং ‘দূর না জা’ গানে একসঙ্গে একসঙ্গে কাজ করেছেন পলক মুচ্ছাল ও মিথুন। সেই থেকে তাদের জানাশোনা। ২০১৩ সালে ‘আশিকি টু’ সিনেমায় মিথুনের সুরে ‘মেরি আশিকি’ ও ‘চাহু ম্যায় ইয়া না’ গান দুটি গেয়েছেন পলক। এগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
বলিউডের জনপ্রিয় সুরকার-সংগীত পরিচালকের মধ্যে মিথুন অন্যতম। তার সুর করা গান রয়েছে ‘জেহের’ (২০০৫), ‘কালযুগ’ (২০০৫), ‘আনোয়ার’ (২০০৭), ‘দি ট্রেন’ (২০০৭), ‘মার্ডার টু’ (২০১১), ‘ইয়ারিয়া’ (২০১৪), ‘এক ভিলেন’ (২০১৪), ‘সনম রে’ (২০১৬), ‘শিবায়’ (২০১৬), ‘বাঘি টু’ (২০১৮), ‘কবির সিং’ (২০১৯), ‘মালাং’ (২০২০), ‘রাধে শ্যাম’ (২০২২) সিনেমাগুলোতে।
মধ্যপ্রদেশের ইনদোরে ১৯৯২ সালের ৩০ মার্চ পলক মুচ্ছালের জন্ম। ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে তার গাওয়া ‘কৌন তুঝে’ শ্রোতাদের পাশাপাশি ভারতীয় সংগীত শিল্পের বিশিষ্টদের প্রশংসা কুড়ায়। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের বাংলা সিনেমার জন্য গেয়েছেন এই তারকা। বাংলাদেশে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজ করেন পলক। এর সুবাদে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস