গান বাজনা
আমাদের একজন আজম খান ছিলেন

বাংলাদেশের রক ও পপ সংগীতের কিংবদন্তি আজম খানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ (৫ জুন)। প্রতিবারের মতো এবারও একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর জন্য পারিবারিকভাবে মসজিদে মিলাদ পড়ানো ও কবর জিয়ারত করা হয়েছে।
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। পুরো নাম মাহবুবুল হক খান, ডাকনাম আজম।
’৬৯-এর গণঅভ্যুত্থানে আজম খান ক্রান্তি শিল্পী গোষ্ঠীর হয়ে গণসংগীত গেয়ে দেশের যুবসমাজকে উদ্দীপ্ত করেছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আজম খান (মাঝে, ছবি: ফেসবুক)
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সাহসী গেরিলা যোদ্ধা। ঢাকা থেকে পায়ে হেঁটে চলে যান আগরতলায়। মেঘালয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। গান গেয়ে তরুণ মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতেন। প্রশিক্ষণ শেষে যোগ দেন সম্মুখযুদ্ধে। খালেদ মোশাররফের অধীনে ২ নম্বর সেক্টরের একটি সেকশনের কমান্ডার করে আজম খানকে ঢাকা শহরে গেরিলা অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। তিনি যাত্রাবাড়ী-গুলশান এলাকায় গেরিলা অপারেশন পরিচালনা করতে থাকেন একের পর এক। যুদ্ধ শেষে অস্ত্র জমা দিয়েছিলেন।

আজম খান (ছবি: ফেসবুক)
স্বাধীন দেশে আজম খান একাই দাঁড় করিয়ে ফেলেন আগে ছিল না এমন এক সংগীতের ধারা। তার গানের দলের নাম ছিলো ‘উচ্চারণ’। এমন উচ্চকণ্ঠের গান কখনও ছিলো না আগে। সেই সঙ্গে জোরালো বাদন। বাংলা গান পায় নতুন এক প্রাণ স্পন্দন!

আজম খান (ছবি: ফেসবুক)
আজম খান পপ সংগীতকে ছড়িয়ে দেন বাংলার হাটে-মাঠে-ঘাটে সাধারণ মানুষের কাছে। তার শুরু করা ব্যান্ড আন্দোলনের পথ ধরে অনেক গানের দল দাঁড়িয়েছে।

আজম খান (ছবি: ফেসবুক)
আজম খান অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মেতে থাকতেন তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায়। শরীরে ক্যান্সার বাসা বেঁধে ফেলায় চিরবিদায় নেন ২০১১ সালের ৫ জুন। তার প্রতি সিনেমাওয়ালা নিউজ পরিবার অগাধ শ্রদ্ধা জানাচ্ছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস