Connect with us

টেলিভিশন

‘আমি উপভোগ করেছি মানে দর্শকরাও উপভোগ করবে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাহসান খান (ছবি: ফেসবুক)

অনেক বছর পর টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ নামের এই আয়োজন মূলত বিভিন্ন পরিবারের মধ্যকার গেম শো।

আগামী ২৭ জানুয়ারি থেকে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে এটি প্রচার হবে। এরপর এটি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

গতকাল (২২ জানুয়ারি) সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘অনেক বছর টিভিতে কাজ করা হয়নি। নতুন গেম শো সঞ্চালনার কাজটি খুব উপভোগ করেছি। আর আমি উপভোগ করেছি মানে অনুষ্ঠানটি দর্শকরাও উপভোগ করবে। আমার একটা বদভ্যাস আছে, আমি একটু কাঠখোট্টা স্বভাবের। কোনো কাজ করার পর যদি ভালো না লাগে, মঞ্চে উঠে বলে দিই কাজটা অতো ভালো হয়নি।’

তাহসান খান (ছবি: ফেসবুক)

তাহসান যোগ করেন, ‘অনুষ্ঠানটির জন্য আমরা একটি প্রশ্ন ব্যাংক সাজিয়েছি। সেটি নিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে ১০০ জনের ওপর জরিপ করা হয়েছে। জরিপে যেসব উত্তর এসেছে সেগুলোই গেম শোতে পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে। প্রশ্নগুলো খুবই মজার। এজন্য অনুষ্ঠানের গবেষক টিমকে সাধুবাদ জানাই। আমাকে শুটিংয়ের আগে প্রশ্ন পড়তে দেওয়া হয়নি। একটা প্রশ্ন পড়ে আমার নিজেই হাসিতে গড়াগড়ি খেয়েছি।’

জানা গেছে, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সাজানো হয়েছে ২৪টি পর্বে। প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার সুযোগ রয়েছে। বিজয়ীদের জন্য রয়েছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিভিন্ন ট্রেন্ডি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে অনুষ্ঠানে। এর সঙ্গে থাকছে দেশি টুইস্ট। অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি বিশেষ পর্ব। এগুলোতে অতিথি থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, মৌসুমী মৌসহ অনেক তারকা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ