বলিউড
আমেরিকায় শাড়ি-বিকিনি-শর্টসে তাপসী
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন। ফলে ফুরফুরে আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা। গত কয়েকদিনে ইনস্টাগ্রামে তার শেয়ার করা বেশকিছু ছবি দেখতে পারেন।

আমেরিকায় এমন অনেক মনোরম মুহূর্ত পেয়েছেন তাপসী পান্নু।

তাপসী পান্নুর পায়ের তলায় রোদছোঁয়া বালি। সামনে সমুদ্রের বিশালতা।

সমুদ্র সৈকতে আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন তাপসী পান্নু। তার মধ্যে ছিলো প্রশান্তি ও তৃপ্তির অনুভূতি।

আমেরিকায় শাড়ি পরেই পথে হেঁটেছেন তাপসী পান্নু। তখন তাকে বেশ দৃষ্টিনন্দন লেগেছে।

এয়ারবিএনবির মাধ্যমে থাকার জায়গা নির্বাচন করেছেন তাপসী পান্নু। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এক মাসের দীর্ঘ ছুটি। ভ্রমণ বরাবরই আনন্দের। তবে নিজের বাড়িতে থাকার মতো অনুভূতি হওয়ায় খুব ভালো লাগছে।’

নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, সান ডিয়েগো ও মায়ামিতে ঘুরে বেড়িয়েছেন তাপসী পান্নু।

ছুটিতে যেন নির্মল আনন্দে মগ্ন ছিলেন তাপসী পান্নু।

অলিগলিতে ঘুরে বেড়াতে গিয়ে তোলা নান্দনিক কয়েকটি ছবি শেয়ার করেছেন তাপসী পান্নু।

সানফ্রান্সিসকো শহর ঘুরে তাপসী পান্নু লিখেছেন, ‘আলো নিভে যাচ্ছে। আমি পাল্টে যাচ্ছি। বেশি চিন্তা করছি। কী করবো বুঝতে পারছি না। আমাকে ফিরিয়ে নাও, আমাকে ফিরিয়ে নাও।’

প্রাণবন্ত তাপসী পান্নুর কাছে ভ্রমণ মানেই হরেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করা।

লস অ্যাঞ্জেলেস দেখে তাপসী পান্নু লিখেছেন, ‘এই শহর আমরা সিনেমায় এতো বেশি দেখেছি যে, মনে হয় যেন শুরু থেকে এখানেই আছি!’

বোন শাগুন পান্নুকে নিয়ে নির্ভাবনায় ঘুরেছেন তাপসী পান্নু। পুরো ভ্রমণ বেশ উপভোগ করেছেন তারা।

নিউইয়র্ক ভ্রমণের অভিজ্ঞতা থেকে তাপসী পান্নু লিখেছেন, ‘এখানকার রাস্তাঘাট দেখলে একদম নতুন মনে হবে। বিস্তৃত আলো অনুপ্রাণিত করবে।’

তাপসী পান্নুর প্রতিটি ছবির মাধ্যমে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেছেন ভক্তরা।

ভ্রমণ, ভিন্ন সংস্কৃতি, রন্ধনপ্রণালী এবং প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগের প্রতি নিজের ভালো লাগা ও কৌতূহলের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাপসী পান্নু।

মনকাড়া অভিনয় ও দীপ্তিময় হাসিতে দর্শকদের মন জয় করে চলেছেন তাপসী পান্নু।

বেড়ানো শেষে বিভিন্ন স্থানে তোলা মনোমুগ্ধকর কয়েকটি ছবি শেয়ার করে তাপসী পান্নু লিখেছেন, ‘ওভার অ্যান্ড আউট।’

সর্বশেষ ভৌতিক ধাঁচের ‘ব্লার’ সিনেমার মাধ্যমে পর্দায় দেখা গেছে তাপসী পান্নুকে। গত বছর জিফাইভে এটি মুক্তি পায়। অজয় বহেলের পরিচালনায় এতে যমজ বোন গায়ত্রী ও গৌতমি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় প্রথমবার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু।

নেটফ্লিক্সে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাসিন দিলরুবা’র সিক্যুয়েলে থাকছেন তাপসী পান্নু।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস