ঢালিউড
আমেরিকার ৫৬ সিনেমা হলে ‘পরাণ’
রায়হান রাফী পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’ আজ (২৩ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, মোট ৫৬টি সিনেমা হলে উপভোগ করা যাবে এটি।
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম চার শহর ডালাস, হিউস্টন, অস্টিন ও সান অ্যান্টোনিওর ১০টি সিনেমা হলে দেখানো হবে ‘পরাণ’। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যালাবামা, লুইজিয়ানা, ওহাইও, মিশিগান, ইলিনয়েস, কলোরাডো, ওকলাহোমা, কানসাস, উটাহ, ওরেগন, ওয়াশিংটন, আরিজোনা ও ক্যালিফোর্নিয়ায় মুক্তি পাবে এটি।
দেশের বাইরে এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চলেছে ‘পরাণ’। এরপর ফ্রান্সের রাজধানী প্যারিসে মুক্তি পায় এটি।
গত ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। বাংলাদেশের পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্রের তথ্যানুযায়ী, আজ ১২তম সপ্তাহে (৭৭ দিন) পড়েছে ‘পরাণ’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী) ও সনি স্কয়ার শাখা (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাসসহ (যমুনা ফিউচার পার্ক) ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে সিনেমাটি।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
‘পরাণ’ সিনেমার মৌলিক গান ‘চলো নিরালায়’ এখন সবার মুখে মুখে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। ‘চলো নিরালায়’ লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস