Connect with us

ঢালিউড

আমেরিকা-কানাডার ৪২ সিনেমা হলে ‘প্রিয়তমা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ আজ (৭ জুলাই) মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের ৩৭টি এবং কানাডার চার প্রদেশের ৫টি সিনেমা হলে উপভোগ করা যাবে এটি। পরিবেশনা সংস্থা স্বপ্ন স্ক্যায়ারক্রো সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে।

কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের সিনেপ্লেক্স ওডিয়ন এগলিন্টন টাউন সেন্টার সিনেমাস ও মিসিসাগা শহরের সিনেপ্লেক্স সিনেমাস কুর্টনি পার্ক, আলবার্টা প্রদেশের ক্যালগারি শহরের সিনেপ্লেক্স ওডিয়ন সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের সিনেপ্লেক্স সিনেমাস হিল টুয়েলভ এবং মানিটোবা প্রদেশের উইনিপেগ শহরের সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেটে ‘প্রিয়তমা’র প্রদর্শনী হবে।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ৬টি শহরে, টেক্সাসের ৫টি শহরে, নিউইয়র্ক, নিউ জার্সি ও জর্জিয়া রাজ্যের তিনটি করে শহরে, ফ্লোরিডার দুইটি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, অ্যালাবামা, ওকলাহোমা, কলোরাডো, আরিজোনা ও নেভাদার ১টি করে সিনেমাহলে দেখানো হবে ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

শাকিবের আশা, দেশের পর প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষিদের মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে।

এদিকে বাংলাদেশে দ্বিতীয় সপ্তাহে ১০৮টি সিনেমাহলে চলবে ‘প্রিয়তমা’। আমেরিকা ও কানাডায় ৪২টি মিলিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টি।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ গত ২৯ জুন মুক্তি পায়। তার দাবি, গত সাতদিনে ঢাকাসহ সারা বাংলাদেশে সিনেমাটির প্রায় ৩২০০ প্রদর্শনী হয়েছে। এগুলোর ৯০ শতাংশ হাউসফুল ছিলো। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে দর্শক চাহিদার সুবাদে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত মিডনাইট শো চালানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় শো সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’য় শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। এবার বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।

‘প্রিয়তমা’র দৃশ্যে ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। বাংলাদেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব পালন করেছে দি অভি কথাচিত্র।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’ সিনেমার তিনটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে ও আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ