ঢালিউড
আমেরিকা-কানাডার ৪২ সিনেমা হলে ‘প্রিয়তমা’
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ আজ (৭ জুলাই) মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের ৩৭টি এবং কানাডার চার প্রদেশের ৫টি সিনেমা হলে উপভোগ করা যাবে এটি। পরিবেশনা সংস্থা স্বপ্ন স্ক্যায়ারক্রো সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে।
কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের সিনেপ্লেক্স ওডিয়ন এগলিন্টন টাউন সেন্টার সিনেমাস ও মিসিসাগা শহরের সিনেপ্লেক্স সিনেমাস কুর্টনি পার্ক, আলবার্টা প্রদেশের ক্যালগারি শহরের সিনেপ্লেক্স ওডিয়ন সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের সিনেপ্লেক্স সিনেমাস হিল টুয়েলভ এবং মানিটোবা প্রদেশের উইনিপেগ শহরের সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেটে ‘প্রিয়তমা’র প্রদর্শনী হবে।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ৬টি শহরে, টেক্সাসের ৫টি শহরে, নিউইয়র্ক, নিউ জার্সি ও জর্জিয়া রাজ্যের তিনটি করে শহরে, ফ্লোরিডার দুইটি, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, অ্যালাবামা, ওকলাহোমা, কলোরাডো, আরিজোনা ও নেভাদার ১টি করে সিনেমাহলে দেখানো হবে ‘প্রিয়তমা’।
শাকিবের আশা, দেশের পর প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষিদের মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে।
এদিকে বাংলাদেশে দ্বিতীয় সপ্তাহে ১০৮টি সিনেমাহলে চলবে ‘প্রিয়তমা’। আমেরিকা ও কানাডায় ৪২টি মিলিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টি।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ গত ২৯ জুন মুক্তি পায়। তার দাবি, গত সাতদিনে ঢাকাসহ সারা বাংলাদেশে সিনেমাটির প্রায় ৩২০০ প্রদর্শনী হয়েছে। এগুলোর ৯০ শতাংশ হাউসফুল ছিলো। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে দর্শক চাহিদার সুবাদে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত মিডনাইট শো চালানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় শো সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
‘প্রিয়তমা’য় শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। এবার বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার।
হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।
‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। বাংলাদেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব পালন করেছে দি অভি কথাচিত্র।
‘প্রিয়তমা’ সিনেমার তিনটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে ও আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস