ওটিটি
‘আরআরআর’ ও ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’কে টপকে গেলো নেটফ্লিক্সের এই সিনেমা
বলিউড তারকা ইয়ামি গৌতম ধর ও সানি কৌশল জুটির ‘চোর নিকাল কে ভাগা’ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। নেটফ্লিক্সে এটি ৬১টি দেশে শীর্ষ দশ ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। গত ২৪ মার্চ মুক্তির পর দুই সপ্তাহের মধ্যে এই ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সময় ধরে দেখা ভারতীয় সিনেমার তালিকায় এক নম্বরে চলে এসেছে। বিশ্বব্যাপী এটি ২ কোটি ৯০ লাখ ঘণ্টা দেখেছে দর্শকরা।
নেটফ্লিক্সে সিনেমাটি বিশ্বব্যাপী দুই নম্বরে রয়েছে। এছাড়া ম্যাডক ফিল্ম প্রোডাকশনের সিনেমাটি টপকে গেছে ‘আরআরআর’ ও ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’কে। মুক্তির ১৪ দিনে ভারতের অন্য দুই বৈশ্বিক হিট হলো ‘আরআরআর’ (২ কোটি ৫৫ লাখ ঘণ্টা) এবং ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (২ কোটি ২১ লাখ ঘণ্টা)।
দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে রোমাঞ্চিত পরিচালক অজয় সিং। তিনি বলেন, ‘শুরুতে এ ধরনের ডাকাতি-হাইজ্যাক থ্রিলার সিনেমা বানানো জুয়া খেলার মতো মনে হয়েছিলো। কিন্তু দর্শকরা এখন এমন বিষয়বস্তুর প্রতি ঝুঁকছে। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম এ ধরনের বিষয়বস্তু নিয়ে সিনেমা নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ফলে আমার মতো পরিচালকদের সৃজনশীলতা পরীক্ষা করার সুযোগ মিলছে। আশা করি, আমাদের এই সিনেমা বিশ্বব্যাপী ভালো অবস্থান ধরে রাখবে!’
‘চোর নিকাল কে ভাগা’য় নেহা গ্রোভার চরিত্রে ইয়ামি গৌতম ধর ও অঙ্কিত সেথি চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল। দুই তারকাই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন কেড়েছেন। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রশংসায় ভাসিয়েছে।
ইয়ামি জানান, ‘চোর নিকাল কে ভাগা’ মুক্তির পর থেকে তার মোবাইল ফোন বেজেই চলেছে! নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার চরিত্র ও সিনেমাটি নিয়ে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তৃপ্তিদায়ক। ভারতের বাইরে থাকা আমার অনেক বন্ধু ও পরিবারের সদস্যরা মেসেজ দিয়ে প্রশংসা করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, নেহা এবং সিনেমাটির প্রতি দর্শক ও ভক্তদের অফুরান ভালোবাসা পরাবাস্তব মনে হচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে আমার মোবাইল ফোনে কল আসা যেন থামছেই না!’
ইয়ামি যোগ করেন, ‘সোশ্যাল মিডিয়ায় যতটা সম্ভব মেসেজ ও মন্তব্য পড়ার চেষ্টা করছি। এতো প্রশংসা দেখে আমি সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। নিজের চরিত্র বাছাইয়ের প্রতি দর্শকদের সমর্থন পাওয়া সন্তোষজনক। আগামীতে আমার এই প্রচেষ্টা থাকবে। আমি মনে করি, আমার ওপর নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। কারণ আমার পছন্দের সিনেমা ও কাজের ক্ষেত্রে দর্শকদের প্রত্যাশা থাকে। এটি সবসময় আমাকে আনন্দ দেবে এবং আরো ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’
সিনেমাটির গল্প একজন বিমানবালা ও তার প্রেমিককে ঘিরে। বিশাল অঙ্কের ঋণ থেকে নিজেদের মুক্ত করতে আকাশপথে হীরা চুরির মিশনে যায় তারা। কিন্তু হীরা বহনকারী বিমান ছিনতাই হওয়ায় তাদের পরিকল্পনা গড়বড় হয়ে যায়। সত্যিই কি ছিনতাই? সেই উত্তর মিলবে সবশেষে। এতে আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত,
‘রাবতা’ (২০১৭) সিনেমার পরিচালক দিনেশ বিজন এবং ‘স্ত্রী’র পরিচালক অমর কৌশিক যৌথভাবে প্রযোজনা করেছেন ‘চোর নিকাল কে ভাগা’।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস