Connect with us

টালিউড

‘আরো এক পৃথিবী’: তাসনিয়া ফারিণের অভিষেক হলো বড় পর্দায়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ

‘আরো এক পৃথিবী’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও কৌশিক গাঙ্গুলি (ছবি: এসকে মুভিজ)

বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের অভিষেক হয়ে গেলো বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’ মুক্তি পেলো আজ (৩ ফেব্রুয়ারি)। কলকাতার ৩৬টি পর্দায় চলছে এটি। 

অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’তে প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। তার অভিনয়ের প্রশংসা করেছেন কলকাতার সিনেবোদ্ধারা। তাদের চোখে– প্রতীক্ষার মতো নারী চরিত্র বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। মেয়েটির জটিল স্তর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ফারিণ। তার স্বল্প কথা, মাপা আবেগ, ভেঙে না পড়ার অভিব্যক্তি মন ছুঁয়ে যায়।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

তাসনিয়া ফারিণ গত কয়েকদিন ধরে কলকাতায় ‘আরো এক পৃথিবী’র প্রচারণায় অংশ নিচ্ছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে খালি গলায় গানও গেয়েছেন। এরমধ্যে সানন্দা ম্যাগাজিনের ফটোশুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ছোটবেলায় চুরি করে এই ম্যাগাজিন পড়ার জন্য মায়ের কাছে বকা খেতেন।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

কলকাতায় গিয়ে তারকাদের প্রশংসা পেয়েছেন তাসনিয়া ফারিণ। ভারতের বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ ‘আরো এক পৃথিবী’র প্রচারণায় অংশ নিয়েছেন। নিজে একটি আয়োজন সঞ্চালনাও করেছেন।

এছাড়া তাসনিয়া ফারিণকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘কারাগার’ ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিং কলকাতায় ছিলেন চঞ্চল।

ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ নামের একটি বই পড়ে ‘আরো এক পৃথিবী’র গল্পের সূত্র পান অতনু ঘোষ। সিনেমাটির গল্প চারটি চরিত্রকে ঘিরে, যাদের মাথার ওপর ছাদ নেই। অর্থাৎ স্বস্তি বোধ করা ও শান্তি পাওয়ার মতো নিজস্ব কোনো আশ্রয় নেই। শেষে কীভাবে তারা একসুতায় বাঁধা পড়ে তা নিয়েই কাহিনি।

তাসনিয়া ফারিণ

‘আরো এক পৃথিবী’র দৃশ্যে অনিন্দিতা বসু ও তাসনিয়া ফারিণ (ছবি: এসকে মুভিজ)

অন্য তিনটি চরিত্রের মধ্যে শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গাঙ্গুলি, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে আছেন অনিন্দিতা বসু। এতে আরো অভিনয় করেছেন সৌমিত্র চক্রবর্তী, স্বাতী মুখার্জি, ঐসিকি বোস, অভিজিৎ মুখার্জি। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। গান লিখেছেন অনির্বাণ মুখোপাধ্যায়। গান গেয়েছেন পোর্শিয়া সেন ও সামন্তক সিনহা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ