Connect with us

বলিউড

আলিয়ার মুখে স্বামীর দুই সাবেক প্রেমিকার প্রশংসা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ (ছবি: টুইটার)

বলিউড অভিনেত্রীরা একসময় কেবল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করতেন। দিন বদলেছে। তারা এখন পরিচালক, প্রযোজক এমনকি উদ্যোক্তা হয়ে উঠেছেন।

সফল ব্যবসায়ী নারীদের প্রসঙ্গ এলে বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মার নাম সামনে চলে আসে। ইদানীং এই তালিকায় যোগ দিয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা ও এ ধরনের নারীদের জোট প্রসঙ্গে সম্প্রতি কথা বলার সময় আলিয়া ভাট তার সমসাময়িক অভিনেত্রী দীপিকা ও ক্যাটরিনার ভূয়সী প্রশংসা করেন।

(বাঁ থেকে) ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে আলিয়ার স্বামী রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক ছিলো। ২০০৮ সালে ‘বাচনা অ্যাই হাসিনো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। ২০১০ সালে তাদের ছাড়াছাড়ি হয়। ২০১২ সালে রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা। ছয় বছর পর তারা বিয়ের বন্ধনে জড়ান।

২০১৩ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-ক্যাটরিনা। ২০১৬ সালে তাদের ছাড়াছাড়ি হয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা।

২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। প্রথম সিনেমার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। তবে বেশিদিন টেকেনি। ২০১৮ সালে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-আলিয়া। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন তারা।

(বাঁ থেকে) আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

ভারতের নারীকেন্দ্রিক একটি মিডিয়ার সঙ্গে আলাপনের সময় ২৯ বছর বয়সী আলিয়া বলেন, ‘নারী উদ্যোক্তাদের জোটবদ্ধ থাকার ব্যাপারে আমি সম্পূর্ণরূপে একমত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সমসাময়িক যারা আছেন তাদের জন্য জোরে হাততালি দিতে চাই। যেমন দীপিকা নিজের উদ্যোগে ত্বকের যত্নের কিছু সুন্দর পণ্য নিয়ে এসেছেন, যা আমি চেষ্টা করেছি। আমার আরেক আরেক বন্ধু ক্যাটরিনার নিজের মেকআপ ব্র্যান্ড আছে। মেকআপের বাজারে দারুণ ভূমিকা রেখেছেন এবং সফল হয়েছেন তিনি।’

(বাঁ থেকে) ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট (ছবি: টুইটার)

আলিয়া যোগ করেন, ‘আমি এমন নারীদের প্রশংসা করি যারা সব প্রতিকূলতা পেরিয়ে আসতে পারে। যারা নির্দিষ্ট ব্র্যান্ডের ওপর বিশ্বাস রেখে নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করেন। নারী প্রযোজকরা যেমন নারী পরিচালকদের এগিয়ে যেতে সহায়তা করেন। নারী বলে তাদের সমর্থন দিয়ে যাবো তা নয়, সত্যিকার অর্থে তাদের সাহসের তারিফ করি। যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলতে পারে আমি নিজেই কিছু করবো, তাদের ভালো লাগে আমার।’

এদিকে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে আগামী ২৮ জুলাই। করণ জোহরের পরিচালনায় এতে রকি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

সিনেমাওয়ালা প্রচ্ছদ