Connect with us

ঢালিউড

ইধিকা এবার শরিফুল রাজের নায়িকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ইধিকা পাল (ছবি: ফেসবুক)

‘প্রিয়তমা’র পর আবার ঢালিউডে কাজ করতে চলেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’তে দেখা যাবে তাকে। এবার শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। চলতি মাসেই কলকাতার নারায়ণ স্টুডিওতে শুটিং শুরু করবেন তারা।

জানা গেছে, কলকাতা শহরের পটভূমিতে তৈরি হবে ‘কবি’। এটি হতে যাচ্ছে রোমান্টিক সিনেমা। এর সঙ্গে থাকবে অ্যাকশন। নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

‘কবি’তে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকে। পরিচালকসহ শরিফুল রাজ ও মিশা এখন কলকাতায়।

ইধিকা পাল (ছবি: ইনস্টাগ্রাম)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার। হাসিবুর রেজা কল্লোল এর আগে শাকিবকে নিয়ে ‘সত্তা’ পরিচালনা করেন। এতে আরো ছিলেন ভারতীয় নায়িকা পাওলি দাম।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

এদিকে শরিফুল রাজের হাতে এখন আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ (শবনম বুবলী) এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ (মন্দিরা চক্রবর্তী)। তিনটি সিনেমাই ২০২৪ সালে মুক্তি পাবে।

শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর একে একে মুক্তি পেয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ (২০১৯), গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ (২০২২), রায়হান রাফীর ‘পরাণ’ ও ‘দামাল’ (২০২২), মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ (২০২২)। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ (২০২১) দেখা গেছে তাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ