Connect with us

ঢালিউড

গ্যাংস্টার লুকে শরিফুল রাজ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ (ছবি: তিতাস কথাচিত্র)

হাতের মুঠোতে ধারালো অস্ত্র। হাত বেয়ে রক্ত পড়ছে। গালের একপাশে রক্তের ছোপ। গালভর্তি দাড়ি। চোখে-মুখে খুনের আনন্দ! চিত্রনায়ক শরিফুল রাজকে এমন অ্যাকশন লুকে পাওয়া গেলো ‘ইনসাফ’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে। তার এমন ইমেজের প্রশংসা করেছেন অনেকে।

‘ইনসাফ’ পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। গতকাল (২৫ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ্যে এনে তিনি লিখেছেন, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!’

সঞ্জয় সমদ্দার হ্যাশট্যাগে আভাস দিয়েছেন, গ্যাংস্টারের মৌলিক গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ইনসাফ’। পোস্টারে উল্লেখ আছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। আশা করা হচ্ছে, আগামী ঈদুল আজহায় এটি বড় পর্দায় আসবে। কিন্তু পোস্টারে শুধু চলতি বছরের কথা উল্লেখ থাকায় ঈদে মুক্তির বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

অ্যাকশন লুকে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

শোনা যাচ্ছে, তিতাস কথাচিত্র প্রযোজিত ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে নেতিবাচক চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তবে তাদের কাজ করার বিষয়টি নির্মাতার পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

শরিফুল রাজের প্রথম সিনেমা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ মুক্তি পায় ২০১৬ সালে। এরপর একে একে এসেছে তার অভিনীত ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘গুণিন’, ‘হাওয়া’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’। এছাড়া হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তার সঙ্গে পর্দায় হাজির হবেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল।

সঞ্জয় সমদ্দার (ছবি: ফেসবুক)

‘ইনসাফ’-এর আগে দুই বাংলায় পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এরমধ্যে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। আর গত বছর বাংলাদেশে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে ফারিণকে।

সঞ্জয় সমদ্দার এর আগে ওপার বাংলার সুপারস্টার জিতের অভিনয় ও প্রযোজনায় ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি এটি বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পেয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ