কান ফিল্ম ফেস্টিভ্যাল
ইরানি নারীদের প্রতি সংহতি জানাতে খালি পায়ে কেট ব্ল্যানচেট
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসর খালি পায়ে শুরু করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট! আমেরিকান সংবাদমাধ্যম ভ্যারাইটি এবং গোল্ডেন গ্লোব আয়োজিত পার্টির মঞ্চে জুতা ছাড়াই অংশ নেন তিনি। এর আলাদা তাৎপর্য অবশ্যই আছে।
কান উৎসবের লালগালিচায় নারীদের হিল পরা বাধ্যতামূলক। ফলে ভূমধ্যসাগরের তীরে এই আয়োজনে জুতা না পরাটা রাজনৈতিক প্রতীক হয়ে ধরা দেয়।
এক্ষেত্রে কেট ব্ল্যানচেট পা খালি রেখে ইরানি নারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে ইরানি অভিনেত্রী জার আমির ইব্রাহিমিকে ব্রেকথ্রো আর্টিস্ট অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। গত বছর কান উৎসবে ‘হলি স্পাইডার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ইরানি এই তারকা। পুরস্কার গ্রহণের পর তিনি অভিযোগ করেন, ইরানে নিরপরাধ লোকদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।
জার আমির ইব্রাহিমির পাশাপাশি ‘মে ডিসেম্বর’ সিনেমার আমেরিকান অভিনেতা চার্লস মেল্টন, ‘ব্ল্যাক ফ্লাইস’ তারকা টাই শেরিড্যান এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র উদীয়মান অভিনেত্রী শোনেট রেনে উইলসনকে সম্মাননা দেওয়া হয়েছে অনুষ্ঠানে। সম্ভাবনাময় তারকাদের এবারই প্রথম কানে এমন স্বীকৃতি দিলো ভ্যারাইটি ও গোল্ডেন গ্লোব। ল্যঁ ম্যাজেস্টিক কানের ব্যারিয়ের সৈকতে ছিলো এই আয়োজন। অনুষ্ঠানে অংশ নেন ডেনিশ অভিনেতা ম্যাডস মিকেলসেন, কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো, ‘মে ডিসেম্বর’-এর পরিচালক টড হেইন্স, সনি পিকচার্স ক্ল্যাসিকসের সহ-সভাপতি টম বার্নার্ডসহ অনেকে।
এদিকে কানে নিজের নতুন সিনেমা ‘দ্য নিউ বয়’ নিয়ে এসেছেন কেট ব্ল্যানচেট। এর প্রেক্ষাপট ১৯৪০ দশকের অস্ট্রেলিয়া। তখনকার সময়ের একটি আশ্রমের একজন অদ্ভুত সন্ন্যাসিনী চরিত্রে দেখা যায় তাকে। গল্পে ৯ বছরের একটি আদিবাসী ছেলের দায়িত্ব নেন তিনি। ছেলেটির অন্যরকম ক্ষমতা আছে। আদিবাসী বালকের চরিত্রে অভিনয় করেছেন নবাগত আসওয়ান রিড।
গত ১৯ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে ‘দ্য নিউ বয়’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি আছে আঁ সেঁর্তা রিগা শাখায়। ২০ মে সকাল ১১টায় সিনিয়াম অরোরে ও বিকেল ৫টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাজিন থিয়েটারে এবং ২১ মে সকাল ১১টা ১৫ মিনিটে ইউনিকর্ন থিয়েটারে আবার এর প্রদর্শনী হয়।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডার্টি ফিল্মস থেকে সিনেমাটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কেট ব্ল্যানচেট। আগামী ৬ জুলাই অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এটি।
‘দ্য নিউ বয়’ পরিচালনা করেছেন ওয়ারউইক থর্নটন। ৫২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নির্মাতা একটি গির্জায় নিজের অভিজ্ঞতার আলোকে সিনেমাটি সাজিয়েছেন। তখন তার বয়স ছিলো ১১ বছর।
২০০৯ সালে আঁ সেঁর্তা রিগা শাখায় স্থান পায় ওয়ারউইক থর্নটনের ‘স্যামসন অ্যান্ড ডেলায়লা’। এর সুবাদে ক্যামেরা দ’র পুরস্কার জেতেন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস