Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ইরানে গাঢ় নীল বোরকায় জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নন্দিত অভিনেত্রী জয়া আহসান ইরানের ৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এলেন। তার অভিনীত ‘ফেরেশতে’ এই উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছে। সিনেমাটির প্রচারণায় সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা।

৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যালে গাঢ় নীল বোরকায় জয়া আহসান।

‘ফেরেশতে’ সিনেমার ইরানি নাম ‘দুরুগহায়ে যিবা’। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

এবারই প্রথম ফজর ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেলেন জয়া আহসান।

৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলনে জয়া আহসান।

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয় ফজর ফিল্ম ফেস্টিভ্যাল। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

‘ফেরেশতে’র পরিচালক মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহীন সুলতানা।

২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ছিল ‘ফেরেশতে’।

জয়া আহসান ছাড়াও ‘ফেরেশতে’র আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু আছেন ইরানে। এতে আরো অভিনয় করেছেন সুমন ফারুক, শিশুশিল্পী সাথী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী ও জ্যঁ-পল সেরমাদিরাস।

গত বছরের নভেম্বরে ভারতের গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসরে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় দেখানো হয়েছে ‘ফেরেশতে’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ