Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ইরানে ফজর উৎসবে পুরস্কার পেলেন তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজ (১২ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণ পুরস্কারপ্রাপ্তির খবর উল্লেখ করে লিখেছেন, ‘আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরো একটি দিন থাকতে পারলাম না। পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিদের ধন্যবাদ। তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি সেজন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিলো।’

পুরস্কার হিসেবে তাসনিয়া ফারিণকে একটি ক্রিস্টাল পদক ও একটি সনদ দেওয়া হয়েছে। তার হয়ে নির্মাতা ধ্রুব হাসানের পুরস্কার গ্রহণের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তেহরানের মিলাদ টাওয়ারে ছিলো এই আয়োজন।

তেহরানে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ফজর উৎসবে অংশ নিতে গত ৬ ফেব্রুয়ারি তেহরানে যান তাসনিয়া ফারিণ। পুরস্কার প্রদান অনুষ্ঠানের একদিন আগেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে।

‘ফাতিমার শুটিং শুরু হয় ২০১৭ সালে। ধ্রুব হাসানের পরিচালনায় এতে প্রথমবার অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। এছাড়া আছেন ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা।

গত ৮ ফেব্রুয়ারি বিকালে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) শাখায় দেখানো হয় ‘ফাতিমা’। মুক্তিযুদ্ধের সময়কার গল্পে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী প্রমুখ।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। অর্থনৈতিক জটিলতার কারণে এর শুটিং শেষ করতে সাত বছর লেগেছে। তুহিন তমিজুলের চিত্রগ্রহণে এর একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে মাশা ইসলামের গাওয়া একটি গান। সিনেমাটির নির্বাহী প্রযোজক আদনান হাবিব, সহ-প্রযোজক শামসুর রাহমান আলভী ও আরমান কাদেরী।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

তাসনিয়া ফারিণ ও পান্থ কানাই (ছবি: ফেসবুক)

এবারের ফজর উৎসবে বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ প্রামাণ্যচিত্রের জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার পান এর অভিনেত্রী আফরিন খানম।

গত ১ ফেব্রুয়ারি শুরু হয় ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। গতকাল (১১ ফেব্রুয়ারি) ছিলো উৎসবটির সমাপনী। এবারের আসরে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ দেখানো হয়েছে মূল প্রতিযোগিতায়। এতে অভিনয়ের সুবাদে উৎসবে অংশ নিয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ