Connect with us

ঢালিউড

শাকিবের ‘তুফান’সহ ঈদুল আজহায় ৪ সিনেমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: চরকি)

ঈদুল ফিতরে দেশে রেকর্ডসংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসছে তিন ভাগের এক ভাগে! আসন্ন ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে চারটি সিনেমা। এরমধ্যে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা তুঙ্গে। এর পোস্টার, টিজার, আইটেম গান ও টাইটেল গান সাড়া ফেলেছে। সিনেমাহলে এটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বলে আশা সংশ্লিষ্টদের। ইতোমধ্যে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

‘তুফান’-এর মাধ্যমে রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন শাকিব। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আরও দুটি প্রধান চরিত্রে থাকছেন ‘আয়নাবাজি’ তারকা চঞ্চল চৌধুরী ও মাসুম রাহমান নাবিলা। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগরসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড। এর আন্তর্জাতিক পরিবেশক পশ্চিমবঙ্গের এসভিএফ এবং ডিজিটাল পার্টনার চরকি।

‘তুফান’ সিনেমার পোস্টারে মিমি চক্রবর্তী, শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা (ছবি: চরকি)

‘তুফান’ সিনেমার টাইটেল গান গেয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। আইটেম গান ‘লাগে উরাধুরা’ গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এর কথা লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান।

ঈদে শাকিবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিলো চিত্রনায়ক সিয়াম আহমেদের। তার অভিনীত ‘জংলি’ এবারের ঈদেই মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু শুটিং শেষ না হওয়ায় এটি পিছিয়ে গেছে। এতে সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ঈদে এই তারকার দুটি সিনেমা (দেয়ালের দেশ, মায়া: দ্য লাভ) মুক্তি পেয়েছে।

‘রিভেঞ্জ’ সিনেমার পোস্টারে জিয়াউল রোশান ও শবনম বুবলী (ছবি: অনুপম লিমিটেড)

এবারের ঈদেও সিনেমাহলে থাকছেন বুবলী। তার অভিনীত ‘রিভেঞ্জ’ রয়েছে ঈদে মুক্তির মিছিলে। এতে চিত্রনায়ক জিয়াউল রোশানের সঙ্গে আবার জুটি বেঁধেছেন তিনি। ঈদুল ফিতরে ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় তাদের রসায়ন দেখা গেছে।

মো. ইকবাল পরিচালিত অ্যাকশনধর্মী ‘রিভেঞ্জ’ সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন বুবলী। রোশানকে দেখা যাবে প্রতিবাদী তরুণের চরিত্রে। সুনান মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতে আরো থাকছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্তসহ অনেকে।

‘ময়ূরাক্ষী’র পোস্টারে ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ (ছবি: আজ ইন্টারন্যাশনাল লিমিটেড)

ঈদে মুক্তির মিছিলে রয়েছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। লোকজ আঙ্গিকে সাজানো এর ‘বাজার’ শিরোনামের আইটেম গানে আবহমান বাংলার লোকশিল্প রিকশাচিত্রে বাংলা সিনেমার সোনালি সময়ের আবহ তুলে ধরা হয়েছে। নাদিম ভূঁইয়ার সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন শাকিলা সাকি। গানটিতে নেচেছেন ‘এমআর-নাইন: ডু অর ডাই’ ছবির নায়িকা আলিশা ইসলাম।

‘ময়ূরাক্ষী’তে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ। এর পোস্টারে ট্যাগলাইন হিসেবে উল্লেখ রয়েছে, ‘বেইমান পাখির গল্প।’ বাংলাদেশের একমাত্র বিমান ছিনতাইয়ের সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। শহরের বিভিন্ন অলিগলির দেয়ালে চিকা মেরে রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমাটির ব্যতিক্রম প্রচারণা চালানো হচ্ছে।

‘ময়ূরাক্ষী’র পোস্টারে সাদিয়া মাহি (ছবি: আজ ইন্টারন্যাশনাল লিমিটেড)

‘ময়ূরাক্ষী’তে আরো অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তুরী চৌধুরী। ‘ময়ূরাক্ষী’র সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানও গেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মুহিন খান, পূর্ণতা ও তরসা। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে এটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো।

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার পোস্টার (ছবি: মুন্না খান মাল্টিমিডিয়া)

ওপার বাংলার আরেক অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনীত ‘ডার্ক ওয়ার্ল্ড’ ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত মুন্না খান। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ইতোমধ্যে এর পোস্টার প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুন্না খান মাল্টিমিডিয়ার নিবেদনে সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকারসহ অনেকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ