টেলিভিশন
ঈদের ‘আনন্দ মেলা’য় অপুর উপস্থাপনা, বুবলীর নাচ

‘আনন্দ মেলা’য় ফেরদৌস ও অপু বিশ্বাস (ছবি: বিটিভি)
চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ১০ বছর আগে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন। দেবাশীষ বিশ্বাসের ‘শুভ বিবাহ’ সিনেমায় দেখা গেছে তাদের রসায়ন। একদশক পর আবার একফ্রেমে আসছেন তারা। তবে এবার ছোট পর্দায়।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেছেন ফেরদৌস ও অপু বিশ্বাস। এতে থাকছে তাদের নাচ ও আড্ডা।

‘আনন্দ মেলা’য় ফেরদৌস ও অপু বিশ্বাস (ছবি: বিটিভি)
ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা তুমি’ গানের তালে নেচেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী।

‘আনন্দ মেলা’য় শবনম বুবলী ও মাহফুজ আহমেদ (ছবি: বিটিভি)
‘আমার নাম মিস বুবলী’ শিরোনামের একটি গানেও নেচেছেন বুবলী।

‘আনন্দ মেলা’য় শবনম বুবলী (ছবি: বিটিভি)
প্রয়াত অভিনেতা ফারুক অভিনীত বিভিন্ন সিনেমার জনপ্রিয় তিনটি গানের তালে নেচেছেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ। গানগুলো হলো ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’।

‘আনন্দ মেলা’য় নূতন, ফেরদৌস, অপু বিশ্বাস, জিয়াউল রোশান, ইমন ও অঞ্জনা (ছবি: বিটিভি)
‘একালের নায়ক সেকালের নায়িকা’ পর্বে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন।

‘আনন্দ মেলা’য় নূতন, ফেরদৌস, অপু বিশ্বাস, জিয়াউল রোশান, ইমন ও অঞ্জনা (ছবি: বিটিভি)
‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল।
এছাড়া থাকছে ওয়ার্দা রিহাব ও তার দলের নৃত্য পরিবেশনা, কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে লোকসংগীত, ওয়ারফেজ ব্যান্ডের ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান এবং বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

‘আনন্দ মেলা’য় ফেরদৌস ও অপু বিশ্বাস (ছবি: বিটিভি)
‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ ভাবনাকে উপজীব্য করে সাজানো হয়েছে ‘আনন্দ মেলা’র বর্ণিল আয়োজন। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারর। আগামী ২৯ জুন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ঈদের ‘আনন্দ মেলা’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস