Connect with us

টেলিভিশন

ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশিদের নিয়ে চমক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ঈদের ‘ইত্যাদি’তে হানিফ সংকেতের সঙ্গে বিদেশিরা (ছবি: ফাগুন অডিও ভিশন)

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দুই যুগ ধরে বিদেশিদের বাংলা ভাষায় গ্রামীণ মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, খেলাধুলা ইত্যাদি। ঢাকায় বসবাসরত বিদেশিদের অংশগ্রহণে আসন্ন ঈদে থাকছে তেমন একটি আয়োজন।

বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের দৈনন্দিন জীবন অনেকটা স্মার্টফোন নির্ভর। যার ছোঁয়া এখন গ্রামীণ জনপদে পৌঁছে গেছে। সবার হাতে হাতে স্মার্টফোন। গ্রামীণ জনপদে এর ব্যবহার ও অপব্যবহারের ওপর করা হয়েছে বিদেশিদের পর্বটি। পাশাপাশি রয়েছে তাদের নাচ।

ঈদের ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের নাচ (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদের ‘ইত্যাদি’তে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। তারা ঢাকায় বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা ছুটির দিনগুলোতে মহড়া করেছেন।

‘ইত্যাদি’র শুটিংয়ে বিদেশি নাগরিকদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা অপেশাদার, তবে পেশাদার শিল্পীদেরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। যেহেতু দর্শকরা বিদেশিদের নিয়ে সাজানো পর্ব পছন্দ করেন, তাই অনেক যত্ন নিয়ে কাজ করার চেষ্টা থাকে আমাদের। আশা করি, এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ঈদের ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন তারকারা। দর্শকদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি। বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক গানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রিকেট দলের মেয়েরা। এছাড়া থাকছে নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার বিষয়ভিত্তিক ত্রিমাত্রিক নাচ।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে অনুষ্ঠানটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ