Connect with us

ওটিটি

ঈদের দিন থেকে ওটিটিতে ৩০ টাকায় অমির ‘ফিমেল ৪’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের পোস্টারের সামনে কাজল আরেফিন অমি (ছবি: বঙ্গ)

ব্যাটারি গলি নামের একটি মহল্লার বিভিন্ন বয়সী পুরুষের গল্প নিয়ে ‘ফিমেল’ সিরিজের তিনটি নাটক পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সবই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্ম হিসেবে বানিয়েছেন তিনি। গল্প ও চিত্রনাট্য তারই। ঈদুল আজহার দিন (১৭ জুন) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে মুক্তি পাবে এটি। ৩০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়েই উপভোগ করা যাবে নতুন এই কন্টেন্ট।

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: বঙ্গ)

‘ফিমেল’-এর প্রতিটি পর্বে একই চরিত্র ছিলো। এগুলোতে একই অভিনয়শিল্পীরা হাজির হয়েছেন। ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মে তোতলা ড্যান্সার শাহ আলম চরিত্রে যথারীতি অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এতিম আকবর চরিত্রে মারজুক রাসেল, কুত্তা মিজানের ভূমিকায় চাষী আলম, কমিশনার লাবু মিয়া চরিত্রে শরাফ আহমেদ জীবন, মুদি আনোয়ারের ভূমিকায় সাইদুর রহমান পাভেল, ঘটক চরিত্রে দেখা যাবে এরফান মৃধা শিবলুকে।

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের পোস্টারে জিয়াউল হক পলাশ (ছবি: বঙ্গ)

প্রথমবারের মতো ‘ফিমেল’ সিরিজে যুক্ত হয়েছেন ইরেশ যাকের। তাকে দেখা যাবে ডিস্কো বাবু চরিত্রে। ব্যাটারি গলিতে তার আবির্ভাবের পর পরিস্থিতি জটিল রূপ ধারণ করবে।

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের পোস্টারে ইরেশ যাকের (ছবি: বঙ্গ)

ট্রেলারে উল্লেখ রয়েছে, ডিস্টিং ডিস্টিং এক তরুণীকে কেন্দ্র করে ঘটে এবারের সব কাণ্ড। নীলাঞ্জনা নীলা থাকছেন এই ভূমিকায়।

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের পোস্টারে নীলাঞ্জনা নীলা (ছবি: বঙ্গ)

‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী প্রমুখ। প্রযোজনায় মুশফিকুর রহমান মঞ্জু।

‘ফিমেল’ সিরিজের তিনটি নাটকের জনপ্রিয় চরিত্র বডি সোহেল চতুর্থ কিস্তিতে নেই। কারণ এ চরিত্রের অভিনেতা মিশু সাব্বির কানাডায় অবস্থান করছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ