সিনেমা হল
ঈদের পর নতুন সিনেমা, মুক্তি পেলো ‘মাইক’ ও ‘গোইং হোম’
ঢালিউডে ঈদের পর নতুন দুই সিনেমা মুক্তি পেলো আজ (১১ আগস্ট)। এগুলো হলো এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত পরিচালিত ‘মাইক’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোইং হোম’। সিনেমাহলে এগুলো দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অভিনেতা-নির্মাতারা। তারা মনে করেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা দুটি।
‘মাইক’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে সাজানো হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ সিনেমা ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। এর কাহিনিকার ও প্রযোজক তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীন। তার বিশ্বাস, ‘সিনেমাটি নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।’
‘মাইক’ সিনেমায় পারুল চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি। তিনি জানান, নিষিদ্ধ সময়ে ৭ মার্চের ভাষণে উজ্জীবিত একদল কিশোরকে কেন্দ্র তিন প্রজন্মের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘মাইক’।
সৈয়দ ইকবাল হাসান চরিত্রে আছেন ফেরদৌস আহমেদ। ইকবালের বাবা সৈয়দ জামিল হাসানের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খানকে। এছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, সানজিদ রহমান খান, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতসহ একঝাঁক শিশুশিল্পী।
গৌরব ৭১-এর ব্যানারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মাইক’। এগুলো হলো ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, পুরান ঢাকার আজাদ, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স এবং সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার।
‘গোইং হোম’
চিত্রনায়ক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ পরিচালিত ও অভিনীত ‘গোইং হোম’ ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা। এর গল্প-চিত্রনাট্যও লিখেছেন এই তরুণ। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘রায়ান’ নামে একটি ক্রাইম থ্রিলার সিনেমা বানিয়েছেন তিনি।
বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ‘গোইং হোম’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায়। এতে আরো অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক, সাঙ্কু পাঞ্জা এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সোহেল রানা। প্রযোজনায় জিনাত বেগম ও মাসুদ পারভেজ। ‘গোইং হোম’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে লন্ডনের ওটু এরেনায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস