ওটিটি
ঈদে ওটিটিতে জমজমাট আকর্ষণ

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান (ছবি: চরকি)
ঈদুল ফিতর উপলক্ষে নতুন নতুন কন্টেন্ট দর্শকদের সামনে নিয়ে এসেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। এরমধ্যে রয়েছে দুটি ওয়েব সিরিজ ও দুটি ওয়েব ফিল্ম। ঈদের ছুটিতে এগুলোর প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
চরকিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’
ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে চাঁদরাতে ১২টায় মুক্তি পেয়েছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। এর ঘোষণা এসেছিলো ৪০০ কোটি টাকার রহস্যকে ঘিরে। দ্বিতীয় মৌসুমে এতো বিপুল অর্থ কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে বলে ধারণা করা হয়েছে। এছাড়া প্রথম মৌসুমে অপরাধের যেসব পথ খুলে এসেছেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কিনা সেদিকেও কৌতূহল রয়েছে অনেকের।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে জেফার রহমান (ছবি: চরকি)
চমক বাড়াতে সিরিজটির দ্বিতীয় মৌসুমে যুক্ত হয়েছে নতুন ‘বৈয়াম পাখি’ দিশা। এ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী জেফার রহমান। অভিনেতা নাসির উদ্দিন খানের সঙ্গে গানটি গেয়েছেন তিনি। এর সুর ও সংগীতায়োজন করেছেন খৈয়াম শানু সন্ধি। তার সঙ্গে মিলে এটি লিখেছেন ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
জেফার এর আগে চরকিতে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন। এবার ওয়েব সিরিজে অভিনয়ে নাম লেখালেন তিনি।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান ও জেফার রহমান (ছবি: চরকি)
গত ২৯ মার্চ রাতে প্রকাশ্যে আসা ট্রেলারে আভাস মিলেছে, গল্পে বড় চাল দিতে পারে দিশা। ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ‘ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। মানি ইজ জাস্ট মানি।’ দিশার এমন কথা খুব পছন্দ হয় স্বপনের। দিশাকে সঙ্গে নিয়ে হয়তো স্বপনের নতুন কিছু করার পরিকল্পনা আছে। ট্রেলারে তেমন কিছুর ইঙ্গিত রয়েছে। একইসঙ্গে দিশাকে নিয়ে ‘সুখের স্বপন’ দেখতে থাকেন স্বপন। ‘বৈয়াম পাখি ২.০’ গানে স্বপনের সঙ্গে পাল্লা দিয়েছে দিশা। স্বপন গানে গানে দিশাকে ‘বৈয়াম পাখি’ ডাকতে চাইলেও নিজেকে ‘বৈয়াম পাখি’ ভাবতে নারাজ দিশা। দুটি চরিত্র একে অপরের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজের পোস্টারে রাফিয়াত রশিদ মিথিলা, নাসির উদ্দিন খান ও জেফার রহমান (ছবি: চরকি)
এদিকে সিরিজের অন্য দুই নারী চরিত্র শায়লা ও মোমেনা থাকছে সমান্তরালে। কে কাকে বিপদে ফেলছে, কে কেমন অঙ্ক কষছে, সব উন্মোচন হয়েছে গল্পে। ট্রেলারের শেষ অংশে শায়লা লোভী দৃষ্টিতে তাকিয়ে স্বপনকে বলে, ‘চারশো কোটির ৫০ কোটি আমারে দিবা।’ আর শুরুর দিকে মোমেনার কণ্ঠে শোনা যায়, ‘তোমাকে তো চিনে ফেলেছি জাদুর বাপ।’ সংলাপ দুটি অনেক রকম সমীকরণের মধ্যে নিয়ে যেতে পারে দর্শকদের। মোমেনা চরিত্রে পর্দায় ফিরেছেন আইমন শিমলা।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: চরকি)
স্বপনের স্ত্রী শায়লা চরিত্রে ফিরেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথম মৌসুমে এই চরিত্রের বিভিন্ন দ্বিধা দেখা গেছে। দ্বিতীয় মৌসুমে শায়লা প্রসঙ্গে ধারণা দিতে মিথিলা বলেন, ‘এবার কিছু দ্বিধা বাড়তে পারে, আবার কিছু দ্বিধা ঠিক হয়ে যেতে পারে।’
মিথিলার মতে, শায়লা চরিত্রের ব্যাপ্তি অনেকটা আগের মতোই। তবে সিরিজটি আগের চেয়ে অনেক মজাদার হয়েছে ও গল্পে একটু পরপরই টুইস্ট থাকছে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান (ছবি: চরকি)
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে স্বপন চরিত্রের পরিসর আরো বেড়েছে বলেই জানিয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। এবার তিনি আরো বড় দান মারার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন। এজন্য তাকে হরেক রকম বিপদে পড়তে হয়। সেগুলো তিনি কীভাবে কাটিয়ে ওঠেন সেটাই দেখা যাচ্ছে সিরিজে। আর স্বপনের দুষ্টুমি তো রয়েছেই।
২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথমবার হাজির হয় অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বেশ কিছু সংলাপ ও অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এরপর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে দেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এটি মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে। এমনকি মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে এই সিরিজ।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজের পোস্টারে (বাঁ থেকে) আইমন শিমলা, রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান ও নাসির উদ্দিন খান (ছবি: চরকি)
২০২৩ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় চরকির ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয় এটি। ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’ সংলাপ দিয়ে শেষ হয় চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এর শেষ দৃশ্যে দেখা যায়, মুখ ঢাকা একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন অ্যালেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরো কিছু প্রশ্ন ও ৪০০ কোটি টাকার রহস্য রেখে শেষ হয়েছিলো ওয়েব সিরিজটি।
হইচইয়ে ‘জিম্মি’
রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করেন তিনি। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন অফিসে টাকা ভর্তি একটি লুকানো বাক্স পেয়ে যান। আকাঙ্ক্ষা ও লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা না ভেবেই বাক্সটি নিয়ে নেন রুনা। এরপর সেই বাক্সকে ঘিরে টাকার পেছনে ছুটে টাকার মধ্যে শুয়ে থাকে রুনা লায়লা। সরকারি চাকরিজীবী এই নারীর জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। সাত পর্বের ব্ল্যাক কমেডি জনরার ওয়েব সিরিজ ‘জিম্মি’তে এমনই এক রুনা লায়লার গল্প রয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে গত ২৮ মার্চ সকালে মুক্তি পেয়েছে এটি।

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)
আশফাক নিপুনের পরিচালণায় ‘জিম্মি’তে রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এর মাধ্যমে পূর্ণাঙ্গ ওয়েব সিরিজে দেখা গেলো তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কোনো কাজ করার আগে আমি তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেগুলো হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে সবই মনের মতো মিলে গিয়েছে। তাই আর দেরি করিনি।’
রুনা লায়লা চরিত্রে অভিনয় করে কেমন লেগেছে জানতে চাইলে জয়া বলেন, “আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই চ্যালেঞ্জ ছিলো। আর আমি সবসময় ডিরেক্টরস আর্টিস্ট। আশফাক নিপুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার ওয়েব সিরিজ। সে যেভাবে, যা যা বলেছে আমি সেভাবেই করেছি।”

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান ও শাহরিয়ার নাজিম জয় (ছবি: হইচই)
‘জিম্মি’তে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলু, মুনিরা বেগম মেমী, শাহাদত শিশিরসহ অনেকে।
ওয়েব সিরিজটির পরিচালক ও চিত্রনাট্যকার আশফাক নিপুন বলেন, “এটি নির্মাণের মাধ্যমে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি। এতে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকু বলতে পারি, দর্শক এই ওয়েব সিরিজ দেখলে অবশ্যই নতুন কিছু উপভোগ করবেন। হইচইয়ে মুক্তি পেয়ে গেছে ‘জিম্মি’, তাই বলতে পারি ‘জিম্মি’ এখন পুরোপুরি দর্শকের জিম্মায়।”

‘জিম্মি’র দৃশ্যে জয়া আহসান (ছবি: হইচই)
পাবনা, কক্সবাজারসহ ঢাকার বেশ কিছু স্থানে ‘জিম্মি’র শুটিং হয়েছে। এর চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। ওয়েব সিরিজটি সম্পদনা করেছেন জুবায়ের আবীর পিয়াল। সংগীত ও আবহ সংগীত তৈরি করেছেন জাহিদ নীরব। পোশাক পরিকল্পনায় বিজয়া রত্নাবলী। শিল্প নির্দেশনা দিয়েছেন কনক টিটু। রূপসজ্জাকর ছিলেন এম কে হোসেন।
বঙ্গ’তে ‘হাউ সুইট’
কমেডির জন্য দর্শকনন্দিত কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে মুক্তি পাচ্ছে আজ সন্ধ্যা ৭টায়। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে শখের ফটোগ্রাফার আদনান চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও বিয়ের আসর থেকে পালানো সুইটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। গল্পে দেখা যাবে, সুইটির সঙ্গে দেখা হওয়ার পর শখের ফটোগ্রাফার আদনানের জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। মেয়েটির ধাক্কা লেগে আদনানের শখের ক্যামেরা নদীতে পড়ে যায়। দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছুর! ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। এরপর ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। কমেডি ও অ্যাডভেঞ্চারের মাঝেই ধীরে ধীরে দেখা দেয় এক অন্যরকম অনুভূতি, যা একইসঙ্গে দর্শকদের হাসাবে ও তাদের মন ছুঁয়ে যাবে বলে নির্মাতার আশা।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)
মুশফিকুর রহমান মঞ্জু প্রযোজিত এই ওয়েব ফিল্মের গান ‘মায়া মায়া লাগে’ গত ২১ মার্চ মুক্তির পর দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। আসিফ ইকবালের কথায় এটি সুর করেছেন আকাশ সেন। এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও নাজমুন মুনিরা ন্যানসি। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর তারা আবার একসঙ্গে গান গাইলেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কমন জেন্ডার’ সিনেমায় একসঙ্গে একটি গান গেয়েছিলেন বালাম ও ন্যান্সি।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)
কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত একঝাঁক তারার মেলা রয়েছে ওয়েব ফিল্মটিতে। তারা হলেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মা। এছাড়া আছেন সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, নায়মা আলম মাহা। আইটেম গানে নেচেছেন লামিমা লাম। ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন এর শুটিং হয়েছে। দ্রুতগতিতে স্কুটি চলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে গত বছরের ১৩ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন অপূর্ব, ফারিণ ও সাইদুর রহমান পাভেল। তখন আহত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাদের।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল (ছবি: বঙ্গ)
অপূর্বকে নিয়ে এটাই অমির প্রথম ওয়েব ফিল্ম। এর মাধ্যমে পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। আর তাসনিয়া ফারিণকে নিয়ে টানা দুটি ওয়েব ফিল্ম বানালেন তিনি। গত বছর বঙ্গ-তে মুক্তিপ্রাপ্ত অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেন ফারিণ।
বুম ফিল্মসের ব্যানারে নির্মিত ‘হাউ সুইট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন কাজল আরেফিন অমি। ওয়েব ফিল্মটির ট্রেলারে তিনি উল্লেখ করেন, ২৫ টাকায় বঙ্গ’তে উপভোগ করা যাবে এটি। চিত্রগ্রহণে খায়ের খন্দকার। পোশাক পরিকল্পনায় বীথি আফরিন। এর আবহসংগীত তৈরি করেছেন জাহিদ নিরব।

‘ছায়া’র দৃশ্যে শবনম বুবলী ও আসিফ নূর (ছবি: আইস্ক্রিন)
আইস্ক্রিনে ‘ছায়া’
আজ ঈদের দিন অভিনেত্রী শবনম বুবলীর ‘জংলি’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। অন্যদিকে তার ওয়েব ফিল্ম ‘ছায়া’ মুক্তি দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এর গল্পের কেন্দ্রে আছে দুই শিশু। অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে সিমরিন লুবাবা ও অর্ণিল। ‘ছায়া’য় বুবলী আছেন আইনজীবীর ভূমিকায়। তার সহশিল্পী আসিফ নূর। শিশু দুটির বাবার ভূমিকায় দেখা যাবে একসময়ের জনপ্রিয় মডেল পল্লবকে। এছাড়া অভিনয় করেছেন সুষমা সরকার। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ফিল্মটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ২০২৩ সালে এর শুটিং হয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস