Connect with us

গান বাজনা

ঈদে গায়িকা ফারিণের অভিষেক, তাহসানের সঙ্গে প্রথম গান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাহসান খান ও তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

অভিনেত্রী তাসনিয়া ফারিণের গানের গলা দারুণ। ছোটবেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন বুনতেন মনে। নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত ও উচ্চাঙ্গসংগীতে ডিগ্রি আছে তার। অভিনয়ে জনপ্রিয়তা পেলেও গান করার কথা ভাবেন তিনি। আশার কথা হলো, এবার গায়িকা হিসেবে দর্শক-শ্রোতারা পেতে যাচ্ছেন তাকে।

‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে একটি মৌলিক দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া ফারিণ। উৎসবের বার্তা নিয়ে এটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। আসন্ন ঈদুল ফিতরে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গানটি থাকার সম্ভাবনা রয়েছে। গত ২ মার্চ এর শুটিং হয়েছে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ব্যক্তিজীবনে তাহসানের গায়কীর ভক্ত তাসনিয়া ফারিণ। প্রায় চার-পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে তাহসানের কাছে গান করার ইচ্ছে কথা জানিয়েছিলেন তিনি। এরপর খালি গলায় ফারিণের কিছু গান শোনেন তাহসান। একদিন পিয়ানোর তালে ফারিণের কণ্ঠে গান শুনে অবাক হন তাহসান। তখন থেকেই দ্বৈত গান করার ইচ্ছে ছিলো তার।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

‘ইত্যাদি’র জন্য গাওয়া ছাড়াও নিজে মডেল হওয়া একটি জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া ফারিণ। এখন থেকে মাঝে মধ্যে গান গাওয়ার ইচ্ছে আছে তার।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

কিছুদিনের ব্যবধানে ওটিটি প্ল্যাটফর্মে তাসনিয়া ফারিণের দুটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। এরমধ্যে বঙ্গতে এসেছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’। আর চরকিতে দেখা যাচ্ছে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। দুটি কাজের জন্যই প্রশংসিত হয়েছেন এই তারকা। এতে তিনি জুটি বেঁধেছেন প্রীতম হাসানের সঙ্গে।

তাহসান খান (ছবি: ফেসবুক)

অন্যদিকে প্রায় ছয় বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তাহসান। চলতি বছরের মাঝামাঝি এটি প্রকাশ হতে পারে। ইতোমধ্যে ছয়-সাতটি গানের কাজ করে ফেলেছেন তিনি। এতে একটি দ্বৈত গানে কণ্ঠ দিতে পারেন তাসনিয়া ফারিণ।

প্রায় দুই বছর হলো অভিনয় করছেন না তাহসান। তবে আগামী মাসে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করতে পারেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ