Connect with us

গান বাজনা

ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ১০ গান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ১০ গান

ধ্রুব মিউজিক স্টেশন প্রতি ঈদে বিশেষ আয়োজন সাজায়। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে ১০টি নতুন গান-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার সুরে তারই মেয়ে তানি লায়লার নতুন গান ‘কেনো হয়ে গেছি পর’। এটি লিখেছেন প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজনে রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন সাদাফ ও অনন্যা প্রিয়ন্তি।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গেয়েছেন বাউল সাধক শাহ আবদুল করিমের ‘কেমনে ভুলিবো আমি’ গানটি। রাজ বিশ্বাস শংকরের নির্দেশনায় এর ভিডিওতে এই গায়িকাকেই দেখা যাবে। গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবির।

আহমেদ রিজভীর কথা ও সুরে গায়ক ধ্রুব গুহ’র গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘তোমার ইচ্ছে হলে’ বিবেক মজুমদারের সংগীতায়োজনে গেয়েছেন কণ্ঠশিল্পী কণা। এর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।

লুৎফর হাসানের গাওয়া ‘চলো বৃষ্টি ভালোবাসি’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন নিশাত সাঈদা। এর কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সুর করেছেন তানিম হায়াত খান। সংগীতায়োজনে সজীব দাস। ভিডিওটি নির্মাণ করেছেন আল মাসুদ।

ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ আয়োজনে তারকাদের পাশাপাশি রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের গান। আকরাম হোসেনের কথা ও সুর এবং চঞ্চলের সংগীতায়োজনে সুমি শবনম গেয়েছেন ‘চলো মঙ্গলগ্রহে পলাইয়া যাই’। এর ভিডিওতে কণ্ঠশিল্পীর পাশাপাশি দেখা যাবে আলিফ এবং প্রণমীকে। সালমা ও গামছা পলাশ নিজেদের গাওয়া ‘রাধা তোমার হাসিতে’র ভিডিওতে নিজেরাই কাজ করেছেন। অঙ্কন ও গামছা পলাশ ‘বেয়াইন মিস রুপালী’ গানে বেয়াই-বেয়াইনের খুনসুটির গল্প শোনাবেন। এর ভিডিওতে দুই কণ্ঠশিল্পীর পাশাপাশি পাশাপাশি থাকছেন আলিফ ও মম। গান দুটি লিখেছেন রাসেল কবীর। এগুলো সুর করেছেন করেছেন গামছা পলাশ, সংগীতায়োজনে তরিক। মরমী কবি হাসন রাজা ও বাউল সাধক শাহ আবদুল করিমের গান ‘বসন্ত বাতাসে এক্স সোনা বন্দে’ মিশ্র ইডিএম প্রজেক্টে অংশ নিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত তসিবা, সামজ ভাই, র‌্যাপার রিজান ও সিয়াম হাওলাদার। এর ভিডিওতে শিল্পীদের পাশাপাশি মডেল হয়েছেন প্রণমী। ভিডিও চারটির নির্দেশনা দিয়েছেন ফারহান আহমেদ রাফাত।

শাহনাজ রহমান স্বীকৃতি ও মমিন বিশ্বাসের দ্বৈত কণ্ঠে থাকছে ‘শিখাইয়া পিরিতি’। রনক রায়হানের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। রাহাত বাপ্পীর নির্দেশনায় গানটির ভিডিওতে গায়ক-গায়িকার পাশাপাশি মডেল হয়েছেন রাজ ও সাবরিনা তন্নী।

লুনা খানের গাওয়া ‘বুঝলো না সে আমার মন’ গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে তরিক। বৈঠকখানা প্রডাকশনের ব্যানারে নির্মাতা মাহিন আওলাদের ক্রিয়েটিভ ডিরেকশনে এর ভিডিওতে লুনা খানের সঙ্গে অংশ নিয়েছেন নির্জন আজাদ ও নাইরুস সিফাত।

ধ্রুব মিউজিক স্টেশনের স্বত্বাধিকারী ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানান, সবশ্রেণির শ্রোতা-দর্শকদের কথা ভাবনায় রেখে এবারের ঈদ আয়োজন সাজানো হয়েছে। আজ (২৫ জুন) থেকে ইউটিউবে ডিএমএস চ্যানেলে প্রকাশ হতে থাকবে ঈদের গান। চলবে ১৩ জুলাই পর্যন্ত। পাশাপাশি গানগুলো শোনা যাবে দেশি-বিদেশি অ্যাপে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ