ঢালিউড
ঈদ ছাড়াই এলো শাকিবের ‘দরদ’, চলছে ৮৩ সিনেমাহলে

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ দর্শকদের সামনে এলো। আজ (১৫ নভেম্বর) ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ সারাদেশের ৮৩টি সিনেমাহলে মুক্তি পেয়েছে এটি। ঈদ ছাড়াই বড় বাজেটের সিনেমা মুক্তির ঘটনা অনেকদিন পর দেখা গেলো। শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্র, মালদ্বীপসহ কয়েকটি দেশে একযোগে মুক্তি পেয়েছে ‘দরদ’।

‘দরদ’-এর সিনেমাহল তালিকা (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
গতকাল (১৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, “পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনসহ সবাইকে নিয়ে সিনেমাহলে গিয়ে দেখে আসুন। আশা করছি, ‘দরদ’ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়।”

‘দরদ’ সিনেমায় শাকিব খান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
শাকিব ও ‘দরদ’ টিমকে শুভকামনা জানিয়েছেন শোবিজের অনেকে। অভিনেতা আরিফিন শুভ, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, মৌসুমী নাগ ফেসবুকে শেয়ার করেছেন সিনেমাটির পোস্টার।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
‘দরদ’-এ দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তাকে দেখা যাবে ফাতেমা চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি বাংলায় বলেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
বাংলা, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি। কাহিনি ও চিত্রনাট্য তারই লেখা। ‘দরদ’-এর গল্পের প্রেক্ষাপট ভারতের বেনারস শহর। সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হয়। এসব ঘটনায় সন্দেহের মধ্যে পড়ে অটো ট্যাক্সি চালক দুলু মিয়া।

‘দরদ’ সিনেমায় সাফা মারুয়া (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
সিনেমাটির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হলো বাংলাদেশি মডেল সাফা মারুয়ার। এতে এছাড়া অভিনয় করেছেন কলকাতার তারকা পায়েল সরকার, বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেতা রাহুল দেব, রাজেশ শর্মা, অলোক জৈন, বিশ্বজিৎ চক্রবর্তী, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও।

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
‘দরদ’ সিনেমার গানগুলো দর্শক-শ্রোতাদের মন কেড়েছে। ইউটিউবে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে সিনেমাটির হিন্দি গান ‘জিসমে তেরে’ দ্বিতীয়, ‘লুট লে’ পঞ্চম, বাংলা গান ‘লুট করেছে’ অষ্টম ও ‘ওরে পাগল মন’ ১৪তম স্থানে রয়েছে।

‘দরদ’ সিনেমায় শাকিব খান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। হিন্দি গান লিখেছেন তিনিই। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। বাংলা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান মাহমুদুল। হিন্দি গান গেয়েছেন ভারতের মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। এর প্রযোজক হিসেবে ভারতের অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার এসকে মুভিজের সঙ্গে আছে বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর কিবরিয়া ফিল্মস ও অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস