ঢালিউড
উৎসবে দর্শকদের মন জয়ের পর পুরস্কার পেলো ‘সাঁতাও’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছ থেকে পুরস্কার নেন ‘সাঁতাও’ সিনেমার পরিচালক খন্দকার সুমন
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমা হলো খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। আজ (২২ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের সমাপনী আয়োজনে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। তার হাতে সম্মানটি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গত ২০ জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হয় ‘সাঁতাও’। প্রান্তিক মানুষের জীবন কাহিনী নিয়ে গণ-অর্থায়নে তৈরি হয়েছে এটি। যারা অর্থ সহায়তা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান পরিচালক। উৎসবে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অনেককে সেদিন মিলনায়তনে আসন না পেয়ে ফিরে যেতে হয়েছে।

‘সাঁতাও’ সিনেমায় আইনুন পুতুল ও ফজলুল হক (ছবি: ফেসবুক)
সিনেমাটির গল্প কৃষকদের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখকে কেন্দ্র করে। এটি মুক্তি পাবে আগামী ২৭ জানুয়ারি। এতে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, শ্রাবণী দাস রিমি, সাবেরা ইয়াসমিন, সাক্ষ্য শহীদ, ফারুক চিনু প্রমুখ।

‘সাঁতাও’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)
‘সাঁতাও’ খন্দকার সুমনের প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনিই। ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) এবং মহারাষ্ট্রে অজন্তা-ইলোরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে সিনেমাটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস